Jadavpur University News : যাদবপুরের OAT-তে ৫০০ মদের বোতল! উপাচার্যের সাফাই, ‘বুঝতেই পারছেন…’ – jadavpur university open air theatre five hundred alcohol bottles found vice chancellor opens up


যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ামৃত্যুর ঘটনার পর শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রশ্নের মুখে। চাপের মুখে UGC-র গাইডলাইন মেনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গেট ও মেইন হস্টেলের গেটে সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেদার মদ্যপান ও মাদক সেবনের অভিযোগ উঠেছিল। ক্যাম্পাসের বিভিন্ন স্থান আগেই উদ্ধার হয়েছে মদের বোতল এবং মাদক সেবনের সামগ্রী।

এবার বিশ্ববিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা ওপেন এয়ার থিয়েটার বা ওএটি থেকে উদ্ধার হল বস্তা বস্তা মদের বোতল। দীর্ঘ একমাস পর পরিষ্কারের জন্য এদিন ওএটি-র দরজা খোলেন সাফাইকর্মীরা। পরিষ্কার করতে গিয়ে তাঁদের চক্ষু চড়কগাছ। ওএটির বিভিন্ন স্থানে পড়ে রয়েছে খালি মদের বোতল। এছাড়াও বিভিন্ন মাদক ব্যবহার প্রমাণ ছড়িয়ে রয়েছে ওএটির সর্বত্র।

Jadavpur University News : ‘পাঁচিল টপকে ঢুকত…’, যাদবপুরে মাদকের কারবার? বিস্ফোরক প্রাক্তন উপাচার্য
বিশ্ববিদ্যালয়ের সাফাইকর্মীরা জানিয়েছেন সব মিলিয়ে ওএটির ভিতর থেকে প্রায় ৫০০টিরও বেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। সাফাইকর্মীদের আরও দাবি, ওএটিতে অনুষ্ঠান হলে বোতলের সংখ্যা আরও তিনগুণ বেড়ে যায়। এই বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার ফের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি সামনে নিয়ে এল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বুঝতেই পারছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কতটা প্রয়োজন। আপনাদের কথা যদি সত্যি হয়ে থাকে তবে, কড়া নিরাপত্তা তো দরকার। নিরাপত্তা ও নজরদারি সংক্রান্ত এই কাজের জন্য যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁরা রিপোর্ট দেবেন। নজরদারি গতকাল থেকেই করার কথা। ISRO-র টিমের আসার কথা রয়েছে। তারা কবে আসছেন, সেটা রাজভবন দেখছে।’

Jadavpur Univeristy Student Death : ক্যাম্পাসে কবে CCTV? ধোঁয়াশা বজায় রেখে উপাচার্যের জবাব, ‘UGC যা বলেছে…’
বিশ্ববিদ্যালয়ে কী আজই বসছে সিসিটিভি ক্যামেরা? এই বিষয়ে উপাচার্য কার্যত দায়িত্বপ্রাপ্ত সংস্থার উপর চাপিয়ে বলেন, ‘আমি তো সেরমই নির্দেশ দিয়েছি। দু’দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানোর কথা বলা হয়েছে। এখন যাঁরা ক্যামেরা বসানোর দায়িত্বে রয়েছেন, তাঁদের জিজ্ঞেস করুন। একটি সরকারি সংস্থাকে ক্যামেরা বসানোর দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিশ্চয়ই সেই দায়িত্ব পালন করবে।’

Jadavpur University Ragging Case : ‘ক্যাম্পাসে নেশা করা আমার অধিকার’! যাদবপুরের পড়ুয়ার মন্তব্যে নিন্দার ঝড়
পড়ুয়ামৃ্ত্যুর ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এখনও অবধি এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমান পড়ুয়ারা রয়েছেন। ওই ছাত্রকে শারীরিক ও মানসিক নিগ্রহ করা হয়েছিল বলে দাবি পুলিশের তরফে। তবে পড়ুয়ামৃত্যুর ঘটনা খুন, আত্মহত্যা না দুর্ঘটনা সেই নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলেনি পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *