Kolkata Metro Route : এবার ব্যারাকপুর ও বারুইপুরেও মেট্রো? ভবিষ্যতের রুট ম্যাপ জানিয়ে দিল কর্তৃপক্ষ – kolkata metro future corridor plan up to baruipur and barrackpore know proper route map


শহর কলকাতার পরিবহণের অন্যতম মাধ্যম মেট্রো। একটা সময় উত্তর দক্ষিণে শুধুমাত্র দমদম থেকে টালিগঞ্জ এলাকার মধ্যে পাওয়া যেত মেট্রো পরিষেবা। পরবর্তীতে সেই পরিষেবা বর্ধিত করে উত্তরে দক্ষিণেশ্বর এবং দক্ষিণে নিউ গড়িয়া পর্যন্ত করা হয়েছে। আবার অন্যদিকে শুরু হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। এমনকী তা সম্প্রসারণের কাজও চলছে। অন্যদিকে আবার রয়েছে জোকা-তারাতলা মেট্রো, যা ভবিষ্যতে এসপ্ল্যানেড পর্যন্ত পৌঁছে যাবে। এদিকে আবার নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত চলছে মেট্রোর কাজ। কর্তৃপক্ষের আশা, নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা এই বছরেই চালু করা যাবে। আর ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে তা পৌঁছে যাবে বিমানবন্দর পর্যন্ত।

আরও নতুন রুট?
এখানেই শেষ নয়, ভবিষ্যতে শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলার মানুষের যাতায়াত আরও সুবিধাজনক করতে, আরও করিডোর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের। সেক্ষেত্রে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পর্যন্তও পৌঁছে যেতে মেট্রো পরিষেবা। মেট্রো রেলওয়ে কলকাতার ওয়েবসাইটে দেওয়া ম্যাপ অনুযায়ী আগামী আগামীদিনে নোয়াপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত গড়ে উঠতে পারে নতুন আরও এক করিডোর। ম্যাপ বলছে, বারাসত পর্যন্তও পৌঁছে যেতে পারে মেট্রোর লাইন।

Kolkata Metro Map

কলকাতা মেট্রোর ম্যাপ (সূত্র-মেট্রোর ওয়েবসাইট)

Kolkata East West Metro : বড় খবর! শনিবার এই দুই স্টেশনের মাঝে সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
এই প্রসঙ্গে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ভবিষ্যতে ব্যারাকপুর ও বারুইপুর পর্যন্ত চিন্তাভাবনা রয়েছে। তবে সেগুলি অনেক কিছুর ওপর নির্ভর করে। যেমন জমি-অর্থ ইত্যাদি। সেক্ষেত্রে কবে নাগাত এই প্রকল্পগুলির কাজ শুরু হতে পারে, সেই বিষয়ে এখনই কিছু স্পষ্ট করে জানাচ্ছে না মেট্রো কর্তৃপক্ষ। তবে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের যাতায়াত যে আরও অনেকটাই সুবিধাজনক হয়ে উঠবে তা আর বলার অপেক্ষার রাখে না।

Kolkata Metro News : বিমানবন্দর থেকে কবে চালু মেট্রো? দিনক্ষণ ঘোষণা জেনারেল ম্যানেজারের
প্রসঙ্গত, শুধু নতুন করিডোর তৈরি করাই নয়, ইতিমধ্যেই চালু লাইনগুলির আধুনিকীকরণের কাজও সমানতালে চালিয়ে যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। সম্প্রতি মেট্রোর উত্তর-দক্ষিণ লাইনে নেওয়া হয়েছে পরপর দু’টি বড় সিদ্ধান্ত। মেট্রোর গতি আরও বাড়াতে ও আরও কম সময়ের ব্যবধানে পরিষেবা দিতে দমদম থেকে টালিগঞ্জের মধ্যে অ্যালুমিনিামের থার্ড লাইন বসানোর পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। আবার এই উত্তর-দক্ষিণ লাইনেই আসতে চলেছ নতুন এক ব্যবস্থা, যার ফলে বিশেষ কোনও মুহূর্তে ব্যাটারির মাধ্যমেও চালানো যাবে মেট্রো। এককথায় বলতে গেলে, যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের দিকে সবসময়ই নজর দিয়ে চলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *