NBSTC Bus Accident : পরিযায়ী শ্রমিককে বাঁচাতে সজোরে ব্রেক! দেওয়ানহাটে উলটে গেল সরকারি বাস – nbstc bus overturned while trying to save a migrant worker who fell from the auto in cooch behar


পরিযায়ী শ্রমিককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল একটি NBSTC বাস। পরে মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। দুর্ঘটনায় আহত হলেন বাসের চালক সহ বেশ কয়েকজন। তবে চালকের আঘাত গুরুতর নয়। শনিবার সকালে দিনহাটা – কোচবিহার রাজ্য সড়কের দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের গারোপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর পর বেশ কিছুক্ষন দিনহাটা – কোচবিহার রাজ্য সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, ভিনরাজ্য ফেরত পরিযায়ী শ্রমিকদের নিয়ে এদিন কোচবিহার থেকে দিনহাটার দিকে আসছিল একটি অটো।

Murshidabad News Today : গাছে সজোরে ধাক্কা বাইকের, মুর্শিদাবাদে রাজ্য সড়কে ৩ যুবক স্পট ডেড
গারোপাড়া এলাকায় ওই অটো থেকে হঠাৎ রাস্তায় পড়ে যান এক পরিযায়ী শ্রমিক। সেইসময় দিনহাটা অভিমুখে আসা সরকারি বাসটি ওই শ্রমিককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়। ঘটনায় পরিযায়ী শ্রমিক গুরুতর আহত হন। এরপর তাঁকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর মৃত্যু হয়। মৃতের নাম মুফিজুল হক। তাঁর বাড়ি দিনহাটায়। এছাড়া আহত হয়েছেন বাসের চালক। তিনি চিকিৎসাধীন রয়েছেন।

Road Accident : ফিরল বেহালার স্মৃতি! ফের সড়ক দুর্ঘটনায় আহত বেশ কিছু পড়ুয়া
বাকি যাত্রীরা সামান্য চোট পান। ঘটনাস্থলে পৌঁছেছে কোতয়ালি থানার পুলিশ। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ এই বিষয়ে বলেন, ‘গাড়োপাড়ায় পথ দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে’।
স্থানীয় সূত্রে খবর, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসের সামনে চলন্ত অটো থেকে পড়ে যান এক যাত্রী। তাঁকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উলটে পড়ে বাস। স্থানীয়রাই আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

Ladakh Army Accident : লাদাখে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে সেনার গাড়ি, ৯ জওয়ানের মৃত্যুর আশঙ্কা
এই বিষয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘রাস্তায় একটি অটো যাচ্ছিল। হঠাৎ সেই অটোতে ঝাঁকুনি হওয়ায় এক ব্যক্তি রাস্তায় পড়ে যান। পিছনেই ছিল একটি সরকারি বাস। সেই বাসটি হঠাৎ ওই পড়ে যাওয়া ব্যক্তির সামনে চলে আসে। তখন বাসের চালক ওই ব্যক্তিকে বাঁচাতে ব্রেক কষলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পড়ে যায়। কপাল ভালো যে বেশি বড় দুর্ঘটনা ঘটেনি। কারও তেমন কোনও আঘাত লাগেনি। তবের বাসের চালক আহত হয়েছেন’। তিনি আরও বলেন, ‘পরে শুনতে পেলাম অটো থেকে পড়ে যাওয়া ব্যক্তি মারা গিয়েছেন। উদ্ধার করেও বাঁচানো গেল না। খারাপ লাগছে’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *