Trinamool Congress : খুনের অভিযোগ! CID-র জালে ‘বহিষ্কৃত’ তৃণমূল নেতা, কেশিয়াড়িতে শোরগোল – trinamool congress ex leader arrested by cid in an alleged murder case


শাসকদলের অঞ্চল সভাপতি মৃত্যুঞ্জয় ওরফে ঝাড়েশ্বর সাঁতরার খুনের ঘটনায় সদ্য বহিষ্কৃত তৃণমূল নেতা গ্রেফতার। ফটিক পাহাড়ি নামে ওই বহিষ্কৃত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে সিআইডি। ফটিক ছাড়াও আরো একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের শনিবার খড়গপুর আদালতে তোলা হবে। সূত্র মারফত খবর, বেশ কিছু ধরেই মোবাইল বন্ধ রেখে পালিয়ে বেড়াচ্ছিল ফটিক। শুক্রবার গভীর রাতে দিঘা থেকে ফটিককে গ্রেফতার করা হয়েছে। তাকে খড়গপুরে নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে।

WB Panchayat Board : মালদার হবিবপুর পঞ্চায়েত সমিতি দখল BJP-র, পরাজিত তৃণমূল
কেশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতির দাবিদার ছিল এই ফটিক। গত ১০ আগস্ট কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হওয়ার কথা ছিল। সভাপতি, সহ সভাপতি নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু হয়নি। পরে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন নিয়ে মামলাও হয় কলকাতা হাইকোর্টে। জয়ী ১৫ জন তৃণমূল সদস্য আদালতের দ্বারস্থ হন। এখানে সমিতির ২৭ জন সদস্যের মধ্যে তৃণমূলেরই ২৩ জন। এঁদের মধ্যে ‘আড়াআড়ি’ বিভাজন রয়েছে।

Furfura Sharif: ফুরফুরার অশান্তির ঘটনায় এক অভিযুক্তের গ্রেফতারির প্রতিবাদে সরব পীরজাদারা, পুলিশের কাজে সাফাই পরিবহণ মন্ত্রীর
তৃণমূলের একপক্ষ চেয়েছিল, সমিতির সভাপতি হোন ফটিক পাহাড়ি। আরেকপক্ষ চেয়েছিল সভাপতি হোক উত্তম শিট। জেলা নেতৃত্ব উত্তমকে সভাপতি করার নির্দেশ জারি করে। দলেরই একাংশ সেই ‘হুইপ’ মানেননি। পরিবর্তিত পরিস্থিতিতে বোর্ড গঠন স্থগিত রাখা হয়। ঘটনাচক্রে, এর পরপরই ফটিককে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। সুবিচার চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের ১৫ জন জয়ী প্রার্থী। এঁদের মধ্যে রয়েছেন ফটিকও।

জানা গিয়েছে, ২০১৭ সালে খুন হয়েছিলেন মৃত্যুঞ্জয়। কেশিয়াড়ির ডাডরা গ্রামের এই বাসিন্দা দলীয় বৈঠকে যোগ দিতে নছিপুরে গিয়েছিলেন। রাতে বাইকে করে ফিরছিলেন। ভসরাঘাটে ঢোকার সময়ে তাঁর উপর চড়াও হয়েছিল সশস্ত্র দুষ্কৃতী দল। তাঁকে লক্ষ্য করে তির ছোড়া হয়। আক্রমণের মুখে বাইক থেকে পড়ে যান তিনি। এরপর মাথায় ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয়েছিল বলে অভিযোগ। চোখ উপড়ে নেওয়া হয়েছিল বলেও অভিযোগ। খুনের পর রাস্তার ধারে দেহ ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা।

WB Panchayat Board : দীর্ঘ টালবাহানার অবসান, মন্দিরবাজারে বোর্ড গঠন BJP-র
এই নিয়ে গোটা রাজ্যজুড়ে তোলপাড় পড়ে গিয়েঠিল। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ এনে সরব হয়েছিল তৃণমূল। শুরুতে তদন্তে নামে পুলিশই। পরে তদন্তভার নেয় সিআইডি। সেই তদন্তেই এবার বহিষ্কৃত তৃণমূল নেতাকে গ্রেফতার করল সিআইডি। এই ঘটনার তদন্ত কোন দিকে যায়, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *