ফুটওভার ব্রিজ থেকে শিশুকে ফেলে দেওয়া হল চলন্ত মালগাড়িতে?eight year old boy dead allegedly thrown over a goods train from a rail foot over bridge claims his mother


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্ধমানের খানা স্টেশনের রেলওয়ে ফুটওভার ব্রিজের উপর থেকে বছরআষ্টেকের একটি ছেলেকে চলন্ত মালগাড়ির উপর ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ তার মায়ের। ছেলেটি মারা গিয়েছে। জনৈক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন ছেলেটির মা  আসমানি শেখ। আসমানি স্বয়ং গুরুতর জখম। তবে তিনি কীভাবে জখম হলেন, সেবিষয়ে কিছু জানা যায়নি। এমনকী, তাঁর অভিযোগ সত্যি কিনা, সে বিষয়ে রেলপুলিস নিশ্চিত করে কিছু জানায়নি। 

আরও পড়ুন: Birbhum: ভেঙে পড়ল জয়দেব ফেরিঘাট! ছিন্ন পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের যোগাযোগ…

রেল ফুটওভার ব্রিজের উপর থেকে তাঁর সন্তানকে ফেলে দেওয়ার অভিযোগ। অভিযোগ করেছেন মা আসমানি শেখ। তিনি নিজেও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মালগাড়ির উপর পড়ে মৃত্যু হয় তাঁর আট বছরের সন্তান আহিদ শেখের। আজ,রবিবার সকালে মালগাড়িটি লিলুয়া ভট্টনগর স্টেশনে এলে পুলিস দেহ উদ্ধার করে। 

মালগাড়িটি খালি অবস্থায় বর্ধমানের দিক থেকে হাওড়ায় আসে। পুলিসসূত্রে জানা গিয়েছে, নদীয়ার চাপড়া থানার মালিপ্রতাপ দীঘির পাড় এলাকার বাসিন্দা আহিদ। 

আরও পড়ুন: Hooghly: চন্দ্রযানের পিছনে রয়েছে তাঁদের ‘বুবুন’ও! উচ্ছ্বসিত পাড়া বিলাল মিষ্টি…

পুলিস সূত্রে জানা গিয়েছে, আসমানি শেখের দাবি, বর্ধমান স্টেশনের আগে তালিত স্টেশন। সেখানে ব্রিজের উপর থেকে তাঁর সন্তানকে চলন্ত মালগাড়ির উপর ফেলে দেওয়া হয়। সত্যিই এমন ঘটনা ঘটেছে, ঘটলে কারা ঘটিয়েছে, নাকি এই ঘটনা আসলে আত্মহত্যার চেষ্টা– এ সবদিকই খতিয়ে দেখছে পুলিস ও জিআরপি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *