জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপ্রতিরোধ্য নীরজ চোপড়া (Neeraj Chopra)! কে থামাবে দেশের ‘সোনার ছেলে ‘ কে! বাংলায় প্রবাদ আছে এ এক ঢিলে দুই পাখি মারার। নীরজ স্রেফ এক থ্রোয়ে পা রেখেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Championships Final 2023), হাতে পেয়েছেন প্যারিস অলিম্পিক্সের ( Paris Olympics 2024) টিকিট। গত শুক্রবার দুপুরে হাঙ্গেরির বুডাপেস্টে নীরজ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের যোগ্য়তা অর্জন পর্বে ট্র্যাকে নেমেছিলেন। প্রথম থ্রোয়েই লিখে ফেলেন বর্শামঙ্গল। তাঁর জ্যাভলিন ৮৮.৭৭ মিটারের দূরত্ব অতিক্রম করেছিল। যেন লঞ্চপ্য়াড থেকে ধেয়ে এসেছিল মিসাইল। আর এতেই তিনি করেছেন বাজিমাত। ফের দেশবাসীর স্বপ্ন দেখা শুরু হয়েছে। রবিবার অর্থাৎ আজ রাতে ফের একবার ইতিহাস লেখার দোরগোড়ায় নীরজ। বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপ এখনও জেতা হয়নি নীরজের। তিনি চাইবেন সেরাটাই ট্র্যাকে দিতে।
আরও পড়ুন: WATCH | Neeraj Chopra: স্রেফ এক থ্রো; হাতে অলিম্পিক্সের টিকিট! পা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে
এদিন ফাইনালেও কিন্তু দেখা যাবে সেই ভারত-পাকিস্তান মহারণ। অন্যতম সেরা জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নদিম। নীরজের সঙ্গে লড়বেন সোনা ছিনিয়ে আনার জন্য। যোগ্যতা অর্জন পর্বে আরশাদ ছিলেন ঠিক নীরজের পিছনে। তাঁর জ্যাভলিন ৮৬.৭৯ মিটার দূরত্ব স্পর্শ করেছিল। নীরজ-আরশাদের, একে অপরের প্রতি অসীম শ্রদ্ধা। পাক প্রতিদ্বন্দ্বীর অনুপ্রেরণাই নীরজ। ফাইনালের আগে ওয়াঘার ওপারের দেশের প্রতিদ্বন্দ্বী বলেছেন, ‘বেস্ট অফ লাক নীরজ ভাই। তুমিও ফাইনালে ভালো করুন। আমিও ভালো করি। তোমার নাম সারা বিশ্ব জানে। আমার নামও বিশ্ব জানুক।’ নীরজের সঙ্গে কিন্তু ফাইনালে জায়গা করে নিয়েছেন ভারতেরই ডিপি মানু ও কিশোর জিনা। ফাইনালে মোট ১২ জন অংশগ্রহণ করছেন। যারমধ্যে তিনজনই ভারতীয়। এই তিনজনই কিন্তু দেশকে গর্বিত করতে পারতেন। এদিন ৪x৪০০ মিটার রিলেতেও রয়েছে ভারতের পুরুষ দল। লড়াইয়ে মহম্মদ আনাস ইয়াহিয়া, আমোজ জ্যাকব, মহম্মদ আজমল ভারিয়াথোডি ও রাজেশ রমেশ। অন্যদিকে মহিলাদের স্টিপলচেজ ফাইনালও রয়েছেন দেশের কন্যা পারুল চৌধুরি।
রবি রাতে জ্যাভলিনের ফাইনাল শুরু ভারতীয় সময়ে রাত ১১টা ৪৫ মিনিট থেকে। স্টিপলচেজে পারুলদের খেলা ভারতীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটে। ক্যালেন্ডার মতে ২৮ অগস্ট হয়ে যাচ্ছে। পুরুষদের রিলে ফাইনাল শুরু হবে রাত ১টা ৭ মিনিট থেকে। মোবাইলে JioCinema app স্ট্রিম করে ফ্রি-তেই দেখা যাবে ইভেন্টগুলি। টিভি-তে দেখাবে স্পোর্টস ১৮।
আরও পড়ুন: WATCH | Neymar: নেইমার ভারতের কোন শহরে কবে খেলবেন? দেখুন কেমন উন্মাদনায় ফুটছে প্রতিপক্ষ