Dakshin 24 Pargana Khabar : ‘সাপে কাটলে রক্ত জল হয়ে যাবে!’ হাসপাতালের ‘আজব’ চিকিৎসায় যুবকের মৃত্যু, ধুন্ধুমার সুভাষগ্রামে – dakshin 24 parganas subhasgram young boy died allegedly by wrong treatment in hospital


ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম এলাকায়। ঘটনার জেরে আতঙ্কে হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। অশান্তির আশঙ্কায় হাসপাতাল চত্বরে মোতায়েন পুলিশ।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় সুভাষগ্রামেক বাসিন্দা শুভ নস্করের পায়ে কিছু একটা কামড়ায়। সাপে কামড়েছে মনে করে তাঁকে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে তাঁকে পর্যবেক্ষণে রাখার পরিবর্তে দুটি ইনজেকশন দিয়ে ও রক্তের নমুনা সংগ্রহ করে বাড়ি ছেড়ে দেওয়া হয়। বাড়ি নিয়ে যাওয়ার পথেই বমি শুরু করে তিনি। ফের হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় শুভর।

Ashoknagar State General Hospital : মোবাইলে ব্যস্ত নার্স! গাফিলতির জেরে নাবালকের মৃত্যুর অভিযোগ, তুলকালাম অশোকনগরে
এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা থেকে আরম্ভ করে রোগীর পরিবারের লোকজন। তাঁরা ডাক্তারদের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ সরব হন। খবর পেয়ে সোনারপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থল পৌঁছয়। ঘটনাস্থলে ছুটে যান সিএসপি মোহিত মোল্লাও। মৃতের পরিবারের দাবী চিকিৎসকদের গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে তরতাজা যুবকের। অভিযুক্ত চিকিৎসকদের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

এই প্রসঙ্গে মৃতের মা বেবি নস্কর বলেন, ‘ছেলে বলল পায়ে কিছু কামড়েছে। পায়ে দড়ি বেঁধে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসি। আসার পরেই ২টো ইঞ্জেকশান দিল, রক্ত নিল। ওরা (হাসপাতালের ডাক্তাররা) বলল সাপে কামড়ালে রক্ত জল হয়ে যাবে, নয়ত রক্ত জমাট বেঁধে যাবে। খনিকক্ষণ পর জমাট বাঁধা রক্ত দেখিয়ে বলল ছেলের কিছু হয়নি, ছেলেকে বাড়ি বাড়ি নিয়ে যান। আমরা বললাম ছেলেকে এখানে রাখব, ওরা বলল নিয়ে চলে যান। এরপর বাড়ি নিয়ে যাওয়ার সময় ছেলে রাস্তায় বমি করে। তারপর অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে হাসপাতালে নিয়ে এসেছি। আমার ছেলের আর জ্ঞান নেই। হাসপাতালের ডাক্তাররা ভুল চিকিৎসা করে আমার ছেলেকে মারল।’

Dakshin 24 Pargana News : জমি নিয়ে বিবাদের জের? নরেন্দ্রপুরে ব্যক্তিকে মাথায় হাতুড়ি মেরে থেঁতলে খুন
মৃতেরা বাবা সুজয় নস্কর বলেন, ‘আমার ছেলেকে ৫টা ইঞ্জেকশান দিয়েছে। চিকিৎসা ভুল করেছে। হার্ট ব্লক করে দিয়েছে। ওই ডাক্তারকে শাস্তি দিতে হবে। আমার ছেলে চলে গিয়েছে, আমি ছাড়ব না।’ ঘটনার পর তীব্র উত্তেজনা ছড়ায় গোটা হাসপাতাল চত্বরে। পরিস্থিতি বেগতিক বুঝে হাসপাতাল থেকে চম্পট দেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন পুলিশ কর্মীরা। একইসঙ্গে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশের পদস্থ আধিকারিকরা। তরতাজা যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *