Duttapukur Blast News : দত্তপুকুর বিস্ফোরণের বাড়ছে মৃত্যু, কারা এই ‘নাটের গুরু’ সামসুর ও আজিবর? – duttapukur illegal firecracker factory blast news update death toll increasing


দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৮ জনের দেহ উদ্ধার হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। যদিও পুলিশের দাবি তারা এখনও পর্যন্ত ২টি দেহ উদ্ধার করেছে। ঘটনায় বাড়ছে উত্তেজনা। ঘটনায় ইতিমধ্যেই সামসুর আলি একজনের নাম উঠে আসছে। তার জায়গাতেই বেআইনি বাজি তৈরি হত বলে অভিযোগ। ইতিমধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, শুধু বেআইনি বাজিই নয়, বোমাও বাঁধা হত ওই কারখানায়। এছাড়া আজিবর রহমান নামে আরও একজনের নাম উঠে আসছে। তার বাড়ির গুদাম থেকেও উদ্ধার হয়েছে প্রচুর শব্দ বাজি।

কে এই সামসুর আলি ও আজিবুর রহমান?
স্থানীয়দের অভিযোগ, এলাকার বাসিন্দা সামসুর আলি তৃণমূলের সঙ্গে যুক্ত। শাসকদল তৃণমূল কংগ্রেস ও পুলিশ প্রশাসনের মদতেই এই বেআইনি বাজি কারখানা সে চালাত বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এক স্থানীয় বাসিন্দার দাবি, এই নিয়ে নিজের দাদার সঙ্গেও বিবাদ ছিল সামসুরের। এমনকী সামসুরের বাড়ির ছাদে যখন বাজি রোজে শুকোতে দেওয়া হত, সেই সময় তাতে জলও ঢেলে দেওয়া হয়েছিল, যা নিয়ে ব্যাপক অশান্তিও হয়। আজিবুরও তৃণমূল কর্মী বলে দাবি স্থানীয়দের। যদিও ঘটবার পর থেকেই পলাতক সে।

Duttapukur Blast : দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, এখনও পর্যন্ত মৃত ৬
স্থানীয়রা আরও জাবি করছেন, বিষয়টি নিয়ে আগে একাধিকবার পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। এমনকী এই ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য লিখিতভাবেও পুলিশের কাছে আগেদন জানানো হয়েছে। কিন্তু তারপরেও কোনওরকম কর্ণপাত করেনি পুলিশ। স্থানীয়রা মনে করছেনস পুলিশ আগে তৎপর হলে আজকের এই ঘটনা এড়ান যেত।

এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ উঠতে শুরু করেছে অভিযোগ। স্থানীয়দের কেউ কেউ বলেন, এই জায়গায় যে বেআইনি বাজি কারখানা চলত, তা ওই মন্ত্রী জানতেন। এই ঘটনার খবর পেয়ে ঘটানাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। শুরু হয়েছে আগুন নেভানোর প্রক্রিয়া। তবে উদাসিনতার অভিযোগ তুলে পুলিশকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ। পাশাপাশি একটি বাড়িতে ভাঙচুরও চালান স্থানীয়রা।

Murshidabad News : সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, রঘুনাথগঞ্জে উড়ে গেল ICDS সেন্টারের ছাদ
এদিনের এই ঘটান উস্কে গিয়েছে গত মে মাসে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে ঘটে যাওয়া বিস্ফোরণের স্মৃতি। খাদিকুলেও একটি বেআইনি বাজি কারখানায় ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। সেই ঘটনায় মৃত্যু হয় বেশ কয়েকজনের। এমনকী ওই বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগেরও মৃত্যু হয় প্রতিবেশী রাজ্য ওড়িশার কটকের একটি হাসপাতালে। খাদিকুলের ঘটনাতেও স্থানীয়দের অভিযোগ ছিল, ভানু বাগের বাজি কারখানার আড়ালে চলত বোমা তৈরির কাজ। আর পুলিশ প্রশাসন সবকিছু জানলেও চুপ করে বসেছিল বলে দাবি করেন স্থানীয়রা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *