Siliguri Safari Park: শিলিগুড়ি সাফারি পার্কে নতুন অতিথি, রিকার কোলে এল তিন রয়্যাল বেঙ্গল শাবক – jyotipriyo mallick forest minister announced that royal bengal tiger rika gave birth to three cubs after visiting siliguri safari park


এল সুখবর। শার্দুলের পরিবারে এল নতুন অতিথিরা। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ফের রয়্যাল বেঙ্গল টাইগারের জন্ম। কিছুদিন আগে রিকা নামে রয়্যাল বেঙ্গল টাইগারটি তিন শাবকের জন্ম দিয়েছে। শনিবার শিলিগুড়িতে এসে একথা জানান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মা ও তিন শাবক সুস্থ রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। যদিও এখন শাবকদের কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সংক্রমণের জন্য তাদের উপর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজর রাখা হচ্ছে।

রিকার গর্ভধারণের পর থেকেই খুশির পরিবেশ শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। কিছুদিন আগে বেঙ্গল সাফারি পার্কে সাদা বাঘ কিকা দুই শাবকের জন্ম দিয়েছিল। যদিও জন্মের পর একটি শাবক মারা যায়। আরেকটি শাবক কয়েকদিন আগে মারা যায়। বনমন্ত্রী জানান, প্রসবের পর একটি শাবকের উপর শুয়ে পড়েছিল মা কিকা। তাতেই শাবকটি মারা যায়। আরেকটি শাবকের ফুসফুসে সংক্রমণ ছিল। তাতে মারা যায়।
এদিকে সাদা বাঘ কিকার পায়ে সংক্রমণ রয়েছে বলে জানান মন্ত্রী। তবে তার উপর ও রিকা, নতুন শাবকদের উপর নজর রেখেছেন চিকিৎসকেরা।
Sundarban Tour : সুন্দরবন ভ্রমণে যাচ্ছেন? ঝড়খালি পার্কে থাকছে বিশেষ আকর্ষণ

কিকার সন্তান আসার পর তাদের মৃত্যুতে মন খারাপ ছিল সকলের। এবার রিকার পরিবারের নতুন অতিথি আসার খবর সেই মনখারাপ অনেকটাই কমিয়েছে। নতুন তিন অতিথিকে নিয়ে এই পার্কে এখন বাঘের সংখ্যা ১৩। তবে একমাত্র সাদা বাঘিনী কিকার অসুস্থতা নিয়ে চিন্তায় সকলে। নতুন ব্যাঘ্র শাবকদের মতো কিকাও রয়েছে চিকিৎসকদের নজরে। অবস্থার উন্নতি না হলে তাঁকে কলকাতা এনে চিকিৎসা করানোর ভাবনাও রয়েছেষ শনিবার সমস্ত বিষয় খতিয়ে দেখতে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে শনিবার যান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
Kuno National Park Cheetah Death : ভালো নেই চিতারা, কুনোর জঙ্গলে হাসফাঁস করছে আফ্রিকান অতিথিরা!

এদিন বনমন্ত্রী জানান, ডিসেম্বরে বেঙ্গল সাফারিতে সিংহ আনা হবে। এছাড়াও জেব্রা, জিরাফ ও ব্ল্যাক প্যান্থার আনার ব্যাপারেও চিন্তাভাবনা রয়েছে। বিভিন্ন চিড়িয়াখানাগুলির সঙ্গে এ নিয়ে কথা বলা হচ্ছে। এখান থেকেও কিছু বন্যপ্রাণী দেশের অন্যান্য চিড়িয়াখানায় পাঠানোর ব্যাপারে পরিকল্পনা রয়েছে বলে জানান বনমন্ত্রী।
Home Delivery : দার্জিলিংয়ে হোম ডেলিভারির উদ্যোগ নেওয়ায় তারিফ প্রশংসার

এই সাফারি পার্ক মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে একটি। মোট ২৯৭ হেক্টর জমি নিয়ে এই পার্ক তৈরি হয়েছিল। সম্প্রতি তাতে আরও ৪৩ হেক্টর জমি পার্কের সঙ্গে যুক্ত হয়েছে। এই অঞ্চলে রয়্যাল বেঙ্গল টাইগার ও সাদা বাঘই বিশেষ আকর্ষণের। তাই কিকা আর রিকাই রয়েছে আকর্ষণের কেন্দ্রে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *