প্ল্যাটফর্মেই পৃথিবীর আলো দেখল ফুটফুটে কন্যাসন্তান, প্রসূতির সাহায্যে এগিয়ে এলেন রেলকর্মীরা


হঠাৎই উঠল প্রসব যন্ত্রণা। ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামতেই কন্যা সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি। ঘটনা Birbhum Murarai Railway Station-এ। প্রসূতির সাহায্যে এগিয়ে এলেন রেল যাত্রীরাই। পরে শিশু ও মাকে নিয়ে যাওয়া হয় Murarai Hospital-এ। শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনেই সুস্থ আছে।

Birbhum News : ছিনতাইয়ের আগেই গ্রেফতার! বীরভূমে ফের আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১
জানা যায়, বীরভূম জেলার মুরারই স্টেশনে নামার পরেই এক রেল যাত্রী মহিলার হঠাৎ প্রসব যন্ত্রণা ওঠ। প্ল্যাটফর্মে একটি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন ওই মহিলা। খবর পেয়ে তড়িঘড়ি স্টেশন আসেন স্টেশনে ম্যানেজার মহেশ কুমার। স্থানীয় মহিলাদের ডেকে শুশ্রূষা করেন প্রসূতি ও সদ্যজাতর। পরে দুজনকেই ভর্তি করা হয় মুরারয় গ্রামীণ হাসপাতালে।

Birbhum Zilla Parishad : ‘দিল্লি যাব দেখা করতে!’ ‘গুরু’ অনুব্রতর অভাব বোঝালেন ‘বিরোধী’ কাজল
জানা গিয়েছে, বিহারের পীরপিতি এলাকার বাসিন্দা বিবিনা বিবি তাঁর স্বামী লাল খানের সঙ্গে রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস ধরে ফিরছিলেন পীরপিতি। কিন্তু হঠাৎই ট্রেনের মধ্যে প্রসব যন্ত্রণা ওঠে তার। বিষয়টি ট্রেনে থাকার রেল কর্মীদের জানাতেই ওই মহিলাকে মুরারই স্টেশনে নামানোর ব্যবস্থা করেন তাঁরা। মহিলাকে নামানো হয় মুরারই স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে।
আর প্ল্যাটফর্মে নামতেই একটি কন্যা সন্তানের জন্ম দেন প্রসূতি। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি স্থানীয় মহিলাদের নিয়ে প্লাটফর্মে আসেন মুরারই স্টেশনের স্টেশন ম্যানেজার মহেশ কুমার। স্থানীয় মহিলারা প্রসূতি সেবা শুশ্রূষা করেন। পরে সদ্যোজাত ও প্রসূতিকে ভর্তি করা হয় মুরারই গ্রামীণ হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সদ্যোজাত ও প্রসূতি এখন দুজনেই ভালো আছেন।

Birbhum News : নিত্যদিন দেরিতে স্কুলে ঢোকা! শিক্ষকদের বাইরে দাঁড় করিয়েই গেটে তালা ঝোলালেন অভিভাবকরা
স্টেশন ম্যানেজার মহেশ কুমার জানান, আমি খবর পাই প্ল্যাটফর্মে একটি প্রসূতি মহিলা যন্ত্রণায় কাতরাচ্ছেন। আমি সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মে আসি। কয়েকজন স্থানীয় মহিলার সাহায্য নিয়ে মহিলার প্রসব করানো হয়। সুস্থ ভাবেই ওই শিশুর প্রসব হয়। এখনকার স্থানীয়রা সাহায্য করতে এগিয়ে এসেছেন।

Chandrayaan-3 Mission : ‘ফোন Switch off! চন্দ্রযান ৩ নিয়ে ব্যস্ত ছেলে’

বাচ্চার পরিবারের এক সদস্য জানান, প্রসূতি মহিলার প্রসব যন্ত্রণা বাড়তেই আমরা ভয়ে মুরারই প্ল্যাটফর্মে নেমে যাই। এখনকার অনেকেই আমাদের অনেক সাহায্য করেন। প্ল্যাটফর্মের সন্তান প্রসব হয়। দুজনেই ভালো আছে। হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় এক মহিলা জানান, ওই মহিলা যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। আমরা সাহায্যের জন্য এগিয়ে যাই। শিশুটি সুস্থভাবে ভূমিষ্ঠ হওয়ায় আমরা খুশি। উল্লেখ্য, কয়েক মাস আগেই হাওড়া স্টেশনে এক মহিলা শিশু প্রসব করেন। তাঁদের সাহায্যে এগিয়ে আসেন তিন মহিলা RPF কর্মী। অসমের ওদালগিরি জেলার চেহাদাগিচা এলাকার বাসিন্দা এক মহিলা সন্তানের জন্ম দেন রেল পুলিশ কর্মীদের সহায়তায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *