দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার ১, বাজেয়াপ্ত ২০০ কেজি বাজি তৈরির সামগ্রী


Duttapukur Blast-এর ঘটনায় গ্রেফতার করা হল একজনকে। জানা গিয়েছে, ধৃতের নাম সফিকুল ইসলাম। দত্তপুকুরের ঘটনায় প্রথম কাউকে গ্রেফতার করা হল। এই ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত, সে ব্যাপারে তদন্তে করে দেখছে পুলিশ।

Duttapukur Blast Update : বাজি ল্যাব ইটভাটায়! ভেঙে দিল ক্ষিপ্ত জনতা
দত্তপুকুরের বিস্ফোরণ কাণ্ডে বাজি ব্যবসার এক অংশীদার সফিকুল ইসলামকে গ্রেফতার করল দত্তপুকুর থানার পুলিশ। পাশাপাশি ২০০ কেজির মতো নিষিদ্ধ শব্দবাজি ও বাজি তৈরির সামগ্রি বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে নীলগঞ্জ এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি কেরামত আলির সহযোগী ছিল বলে জানা গিয়েছে।

Duttapukur Blast : NIA তদন্ত করলে আপত্তি নেই তৃণমূলের, দত্তপুকুর বিস্ফোরণ নিয়ে চাপানউতোর
রবিবার প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তর ২৪ পরগনার নীলগঞ্জ এলাকা। একটি বাজি কারখানায় বিস্ফোরণের কারণে একাধিক মানুষের মৃত্যু হয়। সরকারিভাবে এখনও পর্যন্ত ৭ জন মানুষের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। হাসপাতালে আহত হয়ে আরও একাধিক মানুষ চিকিৎসারত আছেন।

Duttapukur Blast News : কংক্রিটের চাঙড় উড়ে এসে কেড়ে নিল পাকা ছাদটা, ভয়াবহ অভিজ্ঞতার ব্যাখ্যা প্রত্যক্ষদর্শীর
ঘটনার পরেই ক্ষুব্ধ জনতা জানান, স্থানীয় প্রশাসনের নজরদারিতে এই এলাকায় বাজি তৈরির ব্যবসা চালাতো কেরামত আলি সহ অন্যান্য কিছু লোকজন। এর সঙ্গে জড়িত ছিল ধৃত সফিকুল ইসলাম বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। এই বাজি ব্যবসার সঙ্গে আর কারা যুক্ত ছিল সে ব্যাপারেও তদন্ত করে দেখা হচ্ছে।
বিস্তারিত জানতে রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *