বিপর্যয় মোকাবিলা টিমের ‘হিরো’, কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিততে কানাডা যাচ্ছেন অনিল


Disaster Management গ্রুপের কাজে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন। সংকট থেকে তুলে এনে মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। এবার গোটা দেশের মানুষের মুখে হাসি ফোটানোর পালা। Commonwealth Championship 2023-এ সোনা জেতার স্বপ্ন দেখছেন উত্তরপাড়ার অনিল সাউ।

Trending News: ইঁদুর-গিনিপিগ নয়, মানুষের ওষুধ মলি মাছের উপর পরীক্ষা! বাঙালি গবেষকের কেরামতিতে নয়া দিশা
দেশের কোথাও বিপর্যয় হলেই ডাক পড়ে বিপর্যয় মোকাবিলা দলের। হরপা বানই হোক বা পাহাড় ধসে রাস্তায় আটকে পড়া পর্যটক উদ্ধার, কিংবা ডুবন্ত মানুষকে উদ্ধার করা। এসবের জন্যেই চাই প্রকৃত প্রশিক্ষণ। আর সেই ট্রেনিং করতে করতেই উত্তরপাড়ার অনিলের সামনে খুলে যায় ভারতের হয়ে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করার সুযোগ।

Trending News: পথ দুর্ঘটনায় পা হারিয়ে এভারেস্ট জয়ের স্বপ্ন শেষ, না থেমে অদম্য ইচ্ছাশক্তিতে দেশের জন্য স্বর্ণপদক জয় সুমন্তর
গত জুন মাসে বেঙ্গালুরু, জুলাই মাসে পুণেতে অনুষ্ঠিত লাইভ সেভিং চ্যাম্পিয়নশিপে জিতে কানাডা যাওয়ার ছাড়পত্র পেয়েছেন অনিল। সারা ভারত থেকে মাত্র ১২ জন। তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে মাত্র দু’জন। অনিল ছাড়া কলকাতার আরও একজন রয়েছেন। আগামী ১৩ই সেপ্টেম্বর কানাডাতে হবে সেই প্রতিযোগিতা ‘লাইফ সেভিং সুইমিং’।

Hooghly News : ১ টাকার ফুলরি, ৩ টাকা আলুর চপ! ভালোবাসার জোরে মূল্যবৃদ্ধিকে টেক্কা মোদক দম্পতির
তবে খুবই দরিদ্র পরিবার অনিলের। বিদেশে যাওয়া তাঁর কাছে স্বপ্ন। অনিলের কোচ কৌস্তুভ বাগচি বলেন, ‘অনিল মানুষের জীবন বাঁচায়। এটা একটা মহান কাজ। ও যখন সাঁতারে এল আমি ওকে মোটিভেট করি, ওর যেটা প্যাশন সেই ইভেন্টে নামতে।’ বেঙ্গল থেকে প্রতিনিধিত্ব করে ব্যাঙ্গালোরে জাতীয় প্রতিযোগিতা ২৬৫ জনের মধ্যে সিলেক্ট হয়। ২৫ জনকে নিয়ে জাতীয় শিবির হয়। সেখান থেকে প্রথম ১২ জনে সুযোগ পেয়েছে। তিনি জানান, এটা একটা বড় ব্যাপার। অবশ্যই ওর আর্থিক সমস্যা আছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি অনিলের পাশে থাকার।

সোনার ছেলের ফের সোনাজয়! কী প্রতিক্রিয়া ‘রত্নগর্ভা’ মা-এর?

দাদা সুনীল সাউ সামান্য মাইনের চাকরি করে ভাইকে কমনওয়েলথ গেমসে পাঠাতে মরিয়া চেষ্টা করছেন। সুনীল বলেন, ‘ভাই সুযোগ তো পেয়েছে কানাডা যাওয়ার কিন্তু এখনও অনিশ্চয়তা কাটেনি। তাই রোজ সকাল সন্ধ্যায় ছুটে বেড়াচ্ছেন স্পন্সর যোগারের জন্য। ভাইকে কানাডা পাঠাতে প্রায় দু লাখ আঠান্ন হাজার টাকা খরচ, কোথা থেকে আসবে এত টাকা? কে দেবে? উত্তর জানা নেই তাদের।তবে যে সুযোগ এসেছে তাকে কাজে লাগাতে চায় অনিল।এই প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিততে চলছে কঠোর অনুশীলন।
অনিল বলেন, ‘২০২১-২২ থেকে লাইফ সেভিং সুইমিং করি। বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছি। ২০২৩ সালে ব্যাঙ্গালোরে জাতীয় স্তরের প্রতিযোগিতায় চারটি সোনা জিতে চ্যাম্পিয়ান হয়েছি। এবার যে সুযোগ পেয়েছি সেটা কাজে লাগাতে চাই।’ দেশের জন্য একটা সোনার পদক আনতে চাওয়ার কথা জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *