‘মগের মুলুক নাকি…নিজের বন্ধুকে বসিয়ে দিচ্ছেন ভিসি করে’ রাজ্যপালকে আক্রমণ মমতার


রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল CV Ananda Bose-কে ফের একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘নিজের বন্ধুকে ভিসি’ করে দেওয়া হচ্ছে বলে আক্রমণ মুখ্যমন্ত্রীর। সেই কারণে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘টালমাটাল অবস্থা’ চলছে বলে মত তাঁর। সোমবার, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ধর্মতলার সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর।

Mamata Banerjee TMCP Day: ‘রটে গিয়েছিল আমি মারা গিয়েছি…’, রোমহর্ষক স্মৃতি রোমন্থণ মমতার
এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, ‘নিজের বন্ধুকে বসিয়ে দিচ্ছে ভিসি করে। কোনওদিন ট্রেনিংই নেয়নি। দশবছর অন্ততপক্ষে ট্রেনিং নিতে গিয়ে। তাঁকে নিয়ে এসে বসিয়ে দিয়েছে ভাইস চ্যান্সেলর হিসেবে। যাদবপুরে BJP সেলের প্রেসিডেন্ট কে? তাঁকে বসিয়ে দিয়েছে ভিসি করে। এটা কি মগের মুলুক নাকি!’

‘প্রাক্তন ছাত্রনেতা হিসেবে বুঝতে পারি…’, TMCP-র প্রতিষ্ঠা দিবসে ‘নস্ট্যালজিক’ মমতা
এরপরেই রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ আপনার এক্তিয়ারের মধ্যে আমি ঢুকতে চাইছি না। দয়া করে আমাদের এক্তিয়ারে আপনি ঢুকবেন না। মনে রাখবেন, আপনি আর মুখ্যমন্ত্রী এক নয়। ইউ আর নমিনেটেড বাট উই আর ইলেক্টেড।’ নির্বাচিত সরকারের সঙ্গে ‘পাঙ্গা’ নেওয়ার চেষ্টা করবেন না বলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।

Anti Ragging Helpline Video : ব়্য়াগিংয়ের শিকার? রাজ্যের যেখানেই থাকুন, ফোন করুন হেল্পলাইনে!

মুখ্যমন্ত্রীর এদিন আরও অভিযোগ করেন, রাজভবনে বিশ্ববিদ্যালয়ের নামে ফোন কল সিস্টেম করা হয়েছে। ছাত্রদের ডেকে বলছে – দুর্নীতি কী বলতে পারো? মমতা বলেন, ‘দুর্নীতি তো আপনারা সবথেকে বেশি করেছেন, দুর্নীতি কি আপনি আগে উত্তরটা দিন।’ এরপরেই মমতার নিশানায় উঠে আসে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। নোটবন্দি থেকে শুরু করে বিদেশি চুক্তি নিয়ে দুর্নীতির প্রসঙ্গ তোলেন তিনি। উল্লেখ্য, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আদতে কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রতিনিধি বলে আগে বহুবার আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *