‘লোকাল থানা কোথাও কোথাও কী করছে…সেটা আর বললাম না!’ পুলিশের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ মমতা


পুলিশের একাংশের উপরেও এবার সন্দেহ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের একাংশ অন্যায় হলেও ‘চোখ বন্ধ করে দেখছে ‘ বলে মন্তব্য মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর। পুলিশের অকর্মণ্যতা রুখতে Anti Corruption সেল তৈরি করা হয়েছে বলে মত তাঁর।

Mamata Banerjee News: ‘দুধের ডিপোতেও কাজ করেছি…’,জীবন সংগ্রামের কথা শোনালেন মমতা
রাজ্যের একাধিক ঘটনা প্রবাহে পুলিশের উপরে আঙুল তুলেছে বিরোধীরা। রবিবার দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। মমতা এদিন বলেন, ‘কেউ কেউ বেআইনি কাজ করছে, পুলিশ চোখ বন্ধ করে দেখছে। সবাই নয়।’ এরপরেই তিনি জানান, কয়েকটি থানায় কী হচ্ছে আর বললাম না। তাঁর কথায়, ‘আমি যেমন অ্যান্টি র‍্যাগিং কমিটি করেছি, তেমনি অ্যান্টি করাপশন সেল গঠন করেছি।’

Mamata Banerjee Abhishek Banerjee: ‘অভিষেককে ভোটের আগে গ্রেফতার করা হবে…’, বিস্ফোরক মন্তব্য মমতার
মুখ্যমন্ত্রী এদিন উল্লেখ করেন, যাঁরা গাড়ি নিয়ে রাস্তায় যাবেন, তাঁরা আইন ভাঙলে তাঁদের জরিমানা করা হোক। তবে আইন না থাকলে আপনি সেই টাকাটা নিজের পকেটে পুরবেন কেন? তিনি বলেন, ‘আমরা সবকিছু লক্ষ্য রাখছি, কে কী করছে।’ উঠে আসে বাজি বিস্ফোরণ ঘটনা প্রসঙ্গ। তিনি জানান, গ্রিন বাজি তৈরির জন্য আমরা বলেছিলাম।

Mamata Banerjee TMCP Day: ‘রটে গিয়েছিল আমি মারা গিয়েছি…’, রোমহর্ষক স্মৃতি রোমন্থণ মমতার
মুখ্যমন্ত্রী জানান, ইটভাটা, বালি চুরি, পাথর চুরির আগে কোনও আইন ছিল না। কিন্তু বর্তমান রাজ্য সরকার বালি নিয়ে আইন, পাথর চুরি নিয়ে আইন করছে, এগুলি বন্ধ করতে কঠোর পদক্ষেপ করেছে বলে দাবি তাঁর। মুখ্যমন্ত্রী জানান, আপনারা সবুজ বাজি তৈরি করুন। এর সঙ্গে প্রচুর লোকের কর্ম সংস্থান জড়িত। এতে নয় আয় কিছুটা কম হবে।জীবনটা তো বাঁচবে।

রাজ্যে কমবে বিদ্যুতের বিল? ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

পরিযায়ী শ্রমিক নিয়েও বিরোধীদের বক্তব্যের সমালোচনা করেন তিনি। তাঁর কথায়, এখানে অনেক বিশ্ববিদ্যালয় থাকলেও বাইরের বিশ্ববিদ্যালয় অনেকেই পড়াশোনা করতে যান। অনেক শ্রমিক কাজের সন্ধানে বাইরের রাজ্যে কাজ করতে যান। বাইরের রাজ্যে গিয়েও অনেকে কর্মস্থলে প্রাণ হারাচ্ছেন, এমনকি বিজেপি শাসিত রাজ্য যেমন উত্তরপ্রদেশ, মিজোরামে গিয়েই বাংলার অনেক শ্রমিক প্রাণ হারাচ্ছেন বলে জানান তিনি।
যদিও, দত্তপুকুরের ঘটনায় স্থানীয় প্রশাসনের উপরই অভিযোগের আঙুল তুলেছিলেন বাসিন্দারা। পুলিশ সব কিছু জানলেও অবৈধ বাজি কারখানা চলত বলে মত অনেকের। সেক্ষেত্রে পুলিশের কিছুটা ত্রুটি রয়েছে সেটা কি মেনে নিলেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশ্ন উঠছে তা নিয়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *