Bankura News : গায়ের জোরে আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা খাতড়ায় – allegations of forcible taking away land of tribals in khatra


বাঁকুড়া জেলার খাতড়ায় জোর করে আদিবাসীদের দখলে থাকা জমি কেড়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে। বাধা দিতে গেলে আদিবাসীদের গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দোষীদের গ্রেফতারের দাবিতে খাতড়ার রাজাপাড়া ও খড়বন মোড়ে দুটি জায়গায় বাঁকুড়া রানীবাঁধ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ল আদিবাসী একতা মঞ্চ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার খাতড়া ব্লকের কাঁদনাশোলের কাছে খাতড়া বাঁকুড়া মেন রাস্তার পাশে বেশ কিছুদিন ধরেই একটি জমি আদিবাসীদের দখলে রয়েছে। অভিযোগ গতকাল বুলডোজার নিয়ে স্থানীয় কিছু যুবক আদিবাসীদের দখলে থাকা ওই জমির দখল থেকে উচ্ছেদ করার চেষ্টা করে। এই ঘটনায় স্থানীয় কিছু আদিবাসী যুবক বাধা দিতে গেলে তাঁদের ব্যাপক গালিগালাজ করা হয় বলে অভিযোগ।

BJP MP : ‘শুধরে যাও!’ চোপড়া থেকে পুলিশকে হুঁশিয়ারি BJP সাংসদের
বিষয়টি জানাজানি হতেই মাঠে নামে আদিবাসী একতা মঞ্চ। সোমবার সকালে মঞ্চর কর্মী সমর্থকরা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে খড়বন মোড় ও রাজাপাড়া মোড়ের কাছে জমায়েত করে বাঁকুড়া রানীবাঁধ রাজ্য সড়কে অবরোধ করে আদিবাসী একতা মঞ্চ। প্রায় চার ঘণ্টা অবরোধ থাকার পর অবরোধস্থলে খাতড়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রী উপস্থিত হয়ে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ ওঠে।

এই বিষয়ে আন্দোলনকারী আদিবাসী একতা মঞ্চের নেতা দীলেশ্বর মান্ডি বলেন, ‘যারা এখানে জমি দখল করতে এসেছিল তাঁরা স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী। তাঁদের যদি গ্রেফতার না করা হয় তাহলে আমাদের আন্দোলন আরও তীব্র হবে। এই জমি আদিবাসীদের। এটা জোর করে দখল করা যাবে না।’

Nadia News : জুয়ার ঠেক চলাকালীন ছাদ থেকে পড়ে মৃত্যু, নদিয়ার ঘটনায় রহস্য
অন্যদিকে স্থানীয় এক তৃণমূল নেতা বলেছেন, ‘বিষয়টি নিয়ে আমার জানা নেই। তবে যদি এর মধ্যে কোনও তৃণমূল কর্মী জড়িয়ে থাকেন তাহলে আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। দল কোনও ভাবেই এখানে হস্তক্ষেপ করবে না।’ অন্যদিকে পৃথক একটি ঘটনায় গতকাল রাতে খাতড়ার নিজের বাড়ির প্রতিবেশী আদিবাসী লোকজনদের গালিগালাজ করার অভিযোগ ওঠে রানীবাঁধ এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব বিদ্যুৎ দাসের বিরুদ্ধে।

Trinamool Congress : দখল হয়েছিল পার্টি অফিস! ভাঙড়ে ফের পুনরুদ্ধার তৃণমূলের
তাঁর গ্রেফতারের দাবিতে সারারাত অভিযুক্তের বাড়ি ঘেরাও করে রাখেন এলাকার আদিবাসী মানুষজন। পরে আজ ভোরে অভিযুক্ত বিদ্যুৎ দাসকে আটক করে নিয়ে যায় পুলিশ। এদিন আটক হওয়া বিদ্যুৎ দাসের কঠোর শাস্তির দাবী জানিয়েছে আন্দোলনকারীরা। বিদ্যুৎ দাসও স্থানীয় তৃণমূল নেতা বোলে পরিচিত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *