BJP MP : ‘শুধরে যাও!’ চোপড়া থেকে পুলিশকে হুঁশিয়ারি BJP সাংসদের – what raju bista bjp mp from darjeeling, said when he came to meet tribals affected by the land conflict at chopra


‘পুলিশ প্রশাসনকে বলব এখনও সময় আছে শুধরে যাও। কারণ তোমাদের চাকরি দেওয়া হয়েছে সাধারণ মানুষের সুরক্ষা প্রদানের জন্য। সেটা না করে গুণ্ডাদের সঙ্গে মিলে আদিবাসীদের উপর হামলা করো’! জমি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন দার্জিলিঙ-এর BJP সাংসদ রাজু বিস্তা। তিনি আরও বলেন, ‘এখানকার আদিবাসীদের ওপর অত্যাচারের ঘটনা আমি আজই ভারত সরকার তথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জানাব’। সোমবার উত্তর দিনাজপুর জেলার চোপড়ার হাপ্তিয়াগছ গ্রাম পঞ্চায়েতের পিয়ারেলাল চা বাগান এলাকায় ক্ষতিগ্রস্ত আদিবাসীদের সঙ্গে দেখা করতে আসেন দার্জিলিঙ-এর সাংসদ রাজু বিস্তা।

ISRO Chandrayaan 3 : ‘আমাদের মতো এইট পাশ নেতারা নয়, এরাই মডেল…’, নওশাদের গলায় এ কোন সুর?
স্থানীয় আদিবাসী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি গোটা এলাকা পরিদর্শন করেন। আহতদের সঙ্গেও কথা বলেন তিনি। পাশাপাশি তাঁদের মেডিক্যাল রিপোর্টও খতিয়ে দেখেন সাংসদ। সরেজমিনে গোটা ঘটনা দেখার পরে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের পাশে থাকার আশ্বাস দেন সাংসদ রাজু বিস্তা। পাশাপাশি, পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন। সংসদ রাজু বিস্তা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘এখানকার আদিবাসী শ্রমিকদের ওপরে এখানকার স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মদতে জমি মাফিয়ারা হামলা চালায়।

Uttar Dinajpur News : চোপড়ায় চা বাগানের দখল ঘিরে মালিক-শ্রমিক সংঘর্ষ, ব্যাপক গোলাগুলিতে জখম ১৩
আদিবাসীদের উপরে গুলি বোমা চালানো হয়েছে। তাদের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। গোটা পশ্চিমবঙ্গেই আদিবাসী মানুষদের উপরে এমন অত্যাচার চলছে। রাজ্য সরকার এদের পাট্টা দেওয়ার বদলে তাদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব যে আপনি চোখ খুলুন এবং দেখুন কিভাবে আপনার দলের বিধায়ক জমি মাফিয়াদের সাথে মিলে আদিবাসী মানুষদের উপরে অত্যাচার করছে। এগুলো বন্ধ করুন না হলে ক্ষতিগ্রস্ত আদিবাসী মহিলাদের চোখের জল আপনাকে কোনোদিন ক্ষমা করবে না।

Manipur Assembly Session 2023 : ‘১দিনের বিধানসভা অধিবেশনের কোন যৌক্তিকতা নেই’, মণিপুর সরকারকে প্রশ্ন বিরোধীদের
আমি সাংসদ হিসেবে নই একজন মানুষ হিসাবে এদের পাশে আছি’। অপরদিকে, তাঁর এই আশ্বাসে অনেকটাই আশ্বস্ত হয়েছে আদিবাসী পরিবারগুলি। আদিবাসী পরিবারের এক সদস্য সোনামনি হাঁসদা বলেন, ‘আমরা খুব আতঙ্কে আছি। সারারাত ঘুম আসে না। উনি এসে আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এবং প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানোর ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন’।

এদিকে, তৃণমূল পরিচালিত চোপড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ফজলুর হক জানিয়েছেন,’দার্জিলিঙয়ের সাংসদ রাজু বিস্তা তো এতদিন নিখোঁজ ছিলেন। আপনাদের মাধ্যমে জানলাম যে উনি এসেছেন। তাঁর তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। গোটা বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে। এবং আমরাও দলগতভাবে দেখছি’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *