Dengue In Kolkata : বৃষ্টি হতেই ঝোড়ো ব্যাটিং, বিধাননগরে ডেঙ্গি বাড়ল ৪ গুণ – from january 1 to august 27 this year 504 dengue reports have come positive in bidhannagar


এই সময়: চিন্তা বাড়াচ্ছে বিধাননগরের ডেঙ্গি পরিস্থিতি। গত বছর ১ জানুয়ারি থেকে ২৭ অগস্ট পর্যন্ত সল্টলেক, বাগুইআটি, কেষ্টপুর, রাজারহাট এলাকায় সব মিলিয়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১৪৬। সেখানে একই সময়ে এ বার ডেঙ্গির রিপোর্ট পজিটিভ এসেছে ৫০৪ জনের। অর্থাৎ, গত বছরের তুলনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৪ গুণ বেশি। এর মধ্যে শুধুমাত্র গত সাতদিনে আক্রান্ত হয়েছেন ১৮০ জন। যা থেকে বিশেষজ্ঞরা মনে করছেন, বৃষ্টি হতেই ঝোড়ো ব্যাটিং শুরু করেছে ডেঙ্গি।

Dengue Fever : মশার হাত থেকে বাঁচান, সিবিআই-আর্জিতে সারা
বিধাননগরের এই পরিস্থিতি চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য ভবনের। রবিবার এক স্বাস্থ্যকর্তা বলেন, ‘রাজ্যের মধ্যে উত্তর ২৪ পরগনাতেই ডেঙ্গির প্রকোপ সবচেয়ে বেশি। যার মধ্যে অন্যতম হলো বিধাননগর। তাই ওই এলাকার উপর আমরা বাড়তি নজর রাখছি।’

Dengue Fever : জ্বরের শুরুতেই টেস্টে ডেঙ্গি পজ়িটিভ অনেকে
কেন এবার ডেঙ্গির দাপট বেশি? পুরনিগমের স্বাস্থ্য বিভাগের কর্তারা এ জন্য আবহাওয়ার তারতম্য এবং আমজনতার একাংশের উদাসীনতাকে দায়ী করছেন। তাঁদের বক্তব্য, গত বারের তুলনায় এ বছর বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কম। বেশিরভাগ দিনই হাল্কা বৃষ্টি হচ্ছে। ফলে, মশার লার্ভা ধুয়ে যাচ্ছে না। তা ছাড়া, বাড়ির ছাদে রাখা ফুলের টব, ফ্রিজের ট্রে-তে জল জমিয়ে রাখার প্রবণতা এখনও অনেকে ছাড়তে পারছেন না। বিধাননগর পুরনিগমের স্যানিটারি ইনস্পেক্টর শতদল মল্লিকের অভিযোগ, ‘অনেক বাড়িতে গিয়েই জমা জলে মশার লার্ভার খোঁজ মিলছে। প্রথমবার সচেতন করার পরেও এই প্রবণতা ছাড়তে পারছেন না কেউ কেউ।’

Dengue: মশার লার্ভা ধ্বংসে ড্রোনই অস্ত্র, হুগলিতে লাগামছাড়া ডেঙ্গি সংক্রমণের মাঝে অভিনব উদ্যোগ
যদিও সল্টলেক একে ব্লকের বাসিন্দা কিশোর দত্তের পাল্টা অভিযোগ, ‘বেশ কয়েকটি পার্কে থাকা ফোয়ারা দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় সেখানে জন্মাচ্ছে মশার লার্ভা। একই সঙ্গে রাস্তা মেরামত না হওয়ার কারণে পথের গর্তে জল জমে মশার লার্ভা জন্ম নিচ্ছে।’ খালগুলিতে ঠিক ভাবে স্প্রে না করার ফলে ডেঙ্গি বাড়ছে বলে অভিযোগ বাগুইআটির বিদিপ্তা বসুর। মশা মারার তেল এবং বাড়ি-বাড়ি জমা জলের খোঁজে অভিযানে ঘাটতিও রোগের প্রকোপ বাড়ার কারণ বলে মনে করেন বিডি ব্লকের বাসিন্দা মানস চক্রবর্তী।

Dengue Fever : ডেঙ্গি সেরেও ফের অসুস্থতা, সাবধান করছেন চিকিৎসকরা
বিধাননগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরৎ মল্লিকের আশঙ্কা, ‘পুজোর প্যান্ডেলগুলিতে এখন থেকে নজর না দিলে পরিস্থিতি আরও খারাপ হবে।’ শরতের সঙ্গে একমত পতঙ্গবিদ গৌতম চন্দ্র। তাঁর বক্তব্য, ‘এখনও যে ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে চলেছে, তাতে ডেঙ্গির প্রকোপ আরও বাড়বে। এই অবস্থায় পুজো মণ্ডপগুলিতে বাড়তি নজর দেওয়া জরুরি। খুঁটি পোঁতার পর গর্তে বা মণ্ডপের কাঠামোয় কোথাও জল জমার আশঙ্কা থেকে যাচ্ছে।’

Howrah News Today : অজানা জ্বরে আতঙ্ক উলুবেড়িয়ায়, বাড়ি বাড়ি পরিদর্শনে চিকিৎসক দল
বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ (স্বাস্থ্য) বাণীব্রত বন্দ্যোপাধ্যায়ের অবশ্য দাবি, ‘যা করণীয়, সে সবই করা হচ্ছে। দুর্ভাগ্যের বিষয় হলো, লাগাতার প্রচারের পরেও অনেকেই বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখছেন না। সে কারণেই রোগের প্রকোপ কমানো যাচ্ছে না।’ পুরনিগম, বাসিন্দা বা আবহাওয়া – দায় যে পক্ষেরই হোক না কেন, বিধাননগরে ডেঙ্গি আপাতত ‘নিত্যসঙ্গী’ হয়েছে বলে অনেকের মত। কী ভাবে তা থেকে নিস্তার মেলে, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *