ঐতিহাসিক উপাদানের নিরিখে বিচার করলে, আমাদের দেশে দুর্গাপুজোর ইতিহাস কিন্তু খুব প্রাচীন নয়। দুর্গাপুজোর যে রূপ আজ আমরা দেখি, তার সূচনা খুব বেশি হলে, পাঁচশো বছরের কাছাকাছি। অবশ্য তার আগেও বঙ্গদেশ-সহ ভারতীয় উপমহাদেশে শক্তি উপাসনার চল ছিল বলে জানা যায়। তবে সেই সব উপাসনা দুর্গা বা অন্য কোনও শাক্ত দেবীর তা স্পষ্ট করে বলা কঠিন।
অন্য দিকে, আজকের দিনে যে দুর্গাপুজো আমরা দেখি তার সূচনা বাংলার সুলতানি শাসনকালেই হয়েছে বলে মনে করা যেতে পারে। এবং ব্যাপ্তি বা বিকাশ একটা পর্বে এসে এত দ্রুত হয়েছিল যে পরবর্তীকালে সেই ধর্মীয় অনুষ্ঠান এক সর্বজনীন উৎসবে পরিণত হয়। বাল্মীকি রামায়ণে রামচন্দ্রের দুর্গোৎসবের কোনও বিবরণ নেই। বাংলার মধ্যযুগে কৃত্তিবাস ওঝা তাঁর বাংলা রামায়ণে পুরাণের ঘটনা সাজিয়ে রামচন্দ্রের দুর্গাপুজোর বর্ণনা দিয়েছেন।
মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি কৃত্তিবাস ওঝার জন্ম তারিখ নিয়ে বিভ্রান্তি আছে তার কারণ ‘শ্রীরাম পাঁচালী’-র যে পুথি পাওয়া যায় সেখানে কবির সম্পূর্ণ আত্মপরিচয় অংশটা নেই। পুথির ভণিতায় গৌড়েশ্বরের কথা থাকলেও কোনও সুলতান বা রাজার নামও স্পষ্ট করে বলা নেই। দীনেশচন্দ্র সেনের হিসেব অনুসারে কৃত্তিবাসের জন্ম ১৪৪০ সাধারণাব্দ। সেই অনুসারে তখন গৌড়ের সুলতান ছিলেন রাজা গণেশের পৌত্র শাম্স্উদ্দিন আহম্মদ শাহ।
জন্মপরিচয় দিতে গিয়ে কৃত্তিবাস লিখেছেন—
‘আদিত্যবার শ্রীপঞ্চমী পূণ্য মাঘমাস।
তথি মধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস’
অর্থাৎ, মাঘ মাসের এক রবিবারে তিনি জন্মগ্রহণ করেন, তিথি হিসেবে সেটা ছিল পঞ্চমী। আধুনিক ephemeris-এর মাধ্যমে গণনা করে ইদানিংকালে বলা হয়, তিনি ১৪৪৩ সাধারণাব্দের জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিলেন। শাম্স্উদ্দিন আহম্মদ শাহ অবশ্য তখনও গৌড়ের সিংহাসনে আসীন ছিলেন। জন্মসালের মতো কৃত্তিবাস ওঝা ঠিক কবে ‘শ্রীরামপাঁচালী’ লিখেছিলেন, তারও কোনও উল্লেখ নেই এ পর্যন্ত পাওয়া পুথিগুলোতে। তিনি এক গৌড়েশ্বরের রাজসভার কথা বলেছেন বটে কিন্তু তাঁর নাম উল্লেখ করেননি। কৃত্তিবাসের বর্ণনা অনুসারে সেই রাজা হিন্দু ধর্মাম্বলম্বী বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে। সুলতানি যুগের একমাত্র হিন্দু রাজা গণেশ হলেও কবির জন্মসময়ের সঙ্গে তা মেলে না।
জন্ম সময়ের মতো, ‘শ্রীরামপাঁচালী’র রচনাকালও নির্দিষ্ট করে বলেননি কৃত্তিবাস ওঝা। তবে অন্যান্য তথ্য থেকে অনুমান করা যেতে পারে, পঞ্চদশ শতকের শেষভাগেই লেখা হয়েছিল ওই কাব্য। আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধ্যাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড ও উত্তরাকাণ্ড— এই মোট সাতটা সর্গ বা কাণ্ডে বিভক্ত ‘শ্রীরামপাঁচালী’ সাধারণ ভাবে কৃত্তিবাসী রামায়ণ নামে পরিচিত।
ওই কাব্য অনুসারে, রাবণ বধের জন্য ব্রহ্মা রামকে দুর্গোৎসবের পরামর্শ দিলে তিনি অকালে দেবীর বোধন করে আশ্বিনের শুক্ল পক্ষের ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমী তিথিতে দেবী দুর্গার আরাধনা করেন। মহাষ্টমী ও মহানবমী তিথির সন্ধিক্ষণে সন্ধিপুজোর কালে ১০৮ নীলপদ্মযোগে পূজার আয়োজন করা হল। হনুমান পদ্ম জোগাড় করে আনলেন। কিন্তু দেবী দুর্গা রামকে পরীক্ষা করার জন্য একটি পদ্ম মায়াবলে লুকিয়ে ফেলেন। পদ্ম না পেয়ে রাম তির দিয়ে নিজের একটি চোখ উৎপাটনে উদ্যত হলে দেবী তাঁকে দর্শন দেন ও রাবণবধের বরদান করেন।
বাল্মীকি রামায়ণে এ রকম কোনও আখ্যানের কথা লেখা নেই। পণ্ডিতদের মতে, বৃহদ্ধর্মপুরাণ, দেবী ভাগবৎ, কালিকাপুরাণ প্রভৃতি পুরাণগ্রন্থ থেকে নির্যাস নিয়ে কৃত্তিবাস ‘লঙ্কাকাণ্ড’ অংশে চণ্ডিকা বা দুর্গার অকাল বোধনের কাহিনি লিখেছেন। সেই কাহিনিকে হাতিয়ার করেই ইসলাম যুগে হিন্দু জমিদার ও বিত্তশালীরা বাংলায় দুর্গাপুজোর প্রবর্তন করেন।
স্পষ্ট কোনও ঐতিহাসিক প্রমাণ না থাকলেও জনশ্রুতি অনুসারে বলা হয়ে থাকে ষোড়শ শতকের শেষ ভাগে অথবা সপ্তদশ শতকের গোড়ার দিকে মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে উত্তরবঙ্গের রাজসাহি জেলার তাহিরপুর অঞ্চলের জমিদার কংসনারায়ণ তাঁর গড়ে দেবী দুর্গার পুজো প্রচলন করেন; অন্যদের মতে, মনুসংহিতার টীকাকার কুলুকভট্টের পিতা উদয়নারায়ণই প্রথম দুর্গাপুজো আরম্ভ করেছিলেন, পৌত্র কংসনারায়ণ তা অনুসরণ করেন মাত্র।