Duttapukur Blast News,দত্তপুকুরে ফের উদ্ধার দেহ, ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্ফোরক দাবি বাজি শিল্প সমিতির – duttapukur blast update news one more dead body recovered today


বিস্ফোরণের ২৪ ঘণ্টা পেড়িয়ে যাওয়ার পরেও দত্তপুকুরে উদ্ধার দেহ। যদিও এই দেহর সঙ্গে বিস্ফোরণের কোনও যোগসূত্র রয়েছে কি না সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। সোমবার সকালে বিস্ফোরণস্থলের পাশের পুকুরে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশ। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে।

এদিকে খাদিকুলের ঘটনার পরেই রাজ্যের বিভিন্ন জেলায় বেআইনি বাজি কারখানাগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযোগ, তারপরেও দত্তপুকুর থানার জগন্নাথপুর মোচপোল এলাকায় বিস্তীর্ণ অঞ্চলজুড়ে তৈরি করা হতো বেআইনি বাজি। মানা হতো না কোনও নিয়মনীতি। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জনবহুল এই এলাকাতেই মজুদ করা হয়েছিল বিপুল পরিমাণ বেআইনি বাজি। দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে ইতিমধ্যেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বাঁশ বাগানের মধ্যে তাবু খাটিয়ে চলতো বাজি তৈরি, আর সেই বাজি নিয়ে এসে রাখা হতো ঘনজনবসতিপূর্ণ এলাকায় কেরামত আলির বাড়িতে। রবিবার সেখানেই ঘটে বিস্ফোরণ।

Duttapukur Blast : ছ’মাস আগেই নালিশ থানায়, এলাকাবাসীর প্রশ্নে ‘মাসোহারা’
বিস্ফোরণের পর ঘটনাস্থল যান পশ্চিমবঙ্গ বাজি শিল্প সমিতির সম্পাদক শুভঙ্কর মান্না-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। ঘটনাস্থল ঘুরে দেখেন তাঁরা। দত্তপুকুর এলাকায় যে ধরণের বাজি তৈরি হত তা নিষিদ্ধ বলেই জানিয়েছেন পশ্চিমবঙ্গ বাজি শিল্প সমিতির সদস্যরা। বাজির ফর্মুলা তৈরি করতে প্রয়োজন হয় ল্যাবরেটরির। কিন্তু সবাই সেই ল্যাবরেটরির অনুমতি পান না। সেক্ষেত্রে রাসায়নিক দিয়ে বাজি তৈরির ল্যাব কী ভাবে ওই জায়গায় তৈরি হল, তা নিয়ে প্রশ্ন তোলেন পশ্চিমবঙ্গ বাজি শিল্প সমিতির সম্পাদক।

Duttapukur Blast News : দত্তপুকুর বিস্ফোরণের বাড়ছে মৃত্যু, অভিযুক্ত সামসুর-আজিবর কারা?
যদিও বাজি শিল্প সমিতির সদস্যরা চাইছেন, ঘটনায় নির্দিষ্টভাবে কারও উপর দোষ না চাপিয়ে বিষয়টি নিয়ে আলোচনা টেবিলে বসা হোক। কী ভাবে সঠিক পদ্ধতি মেনে বাজি শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, এগরা বিস্ফোরণের পর তার রূপরেখা তৈরি করে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল বলে জানান শুভঙ্কর মান্না। কিন্তু সেই বিষয়ে কোনও সদুত্তর মেলেনি বলেই দাবি তাঁর। তার মধ্যেই আবারও ঘটে গেল বিস্ফোরণ। শুভঙ্করবাবু জানাচ্ছেন, দত্তপুকুরে যে ধরনের বাজি তৈরি হত তা বেআইনি। সেক্ষেত্রে দোষীদের চিহ্নিত করে প্রশাসনের শাস্তি দেওয়া উচিত বলেই মনে করেন তিনি। এদিকে এই ঘটনায় শফিক আলি নামে একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে আজ পেশ করা হবে আদালতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *