Nawsad Siddiqui : নওশাদকে ভবানী ভবনে তলব CID-র, নেপথ্যে কোন ঘটনা? – cid summons nawsad siddiqui in connection with panchayat poll riots and murder of raju naskar


পঞ্চায়েত ভোট হিংসা ঘিরে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। এই ঘটনায় সোমবার অর্থাৎ আজ ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকিকে ভবানী ভবনে তলব করেছিল রাজ্য অধীনস্থ গোয়েন্দা সংস্থা CID। এদিন দুপুরেই হাজিরা দিলেন তিনি। কাশীপুর থানায় দায়ের হওয়া একটি অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছিল। তারই জিজ্ঞাসাবাদের জন্য এদিন নওশাদকে ডেকে পাঠানো হয়েছিল। পঞ্চায়েত ভোট ঘিরে রণক্ষেত্র চেহারা নিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোটগণনা, সব ক্ষেত্রেই দফায় দফায় হিংসার ছবি সামনে এসেছে। মুড়ি মুড়কির মত বোমা পড়েছে। চলছে গুলি, ঝরেছে রক্ত। প্রাণ গিয়েছে একাধিক মানুষের।

Nawsad Siddiqui on Duttapukur Blast : ‘অবৈধ লেনদেনের টাকা পৌঁছত…NIA হলে খাদ্যমন্ত্রীর নাম উঠবে’, দত্তপুকুরে বিস্ফোরক নওশাদ
ভোট হিংসার ঘটনায় তদন্তভার নেয় CID। কাশীপুর থানায় নওশাদ সহ ৬৮ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল। এদিন দুপুরেই ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন ISF বিধায়ক। সূত্রের খবর, CID তদন্তকারীরা জানতে চেয়েছেন পঞ্চায়েত ভোটে নওশাদ ও তাঁর দলের ভূমিকা কী ছিল। এদিন বিধানসভার অধিবেশন শেষ করে সেখান থেকে বেরিয়ে সোজা CID দফতরে যান নওশাদ সিদ্দিকি। তারপর টানা চলেছে জেরা, এমনটাই জানা গিয়েছে। পাশাপাশি ISF-র যে সমস্ত কর্মীরা গ্রেফতার হয়েছেন তাঁদের সঙ্গে বিধায়কের যোগাযোগ কেমন তাও জানার চেষ্টা করবে CID।

Pingla Blast : পিংলার বাজি কারখানায় বিস্ফোরণের ৮ বছর পার, অভিযুক্ত ৩ জনের ১৫ বছরের কারাদণ্ড
উল্লেখ্য, রাজু নস্কর খুনের মামলায় গত ১৬ই জুন কাশীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। ISF আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এরপরই নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা রুজু করেছিল কাশীপুর থানার পুলিশ। ভাঙড় ২ ব্লকের হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক নস্কর অভিযোগ করেছিলেন, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দিতে হাটগাছার কয়েক জন বাসিন্দাকে নিয়ে তিনি এবং তাঁর শ্বশুর রাজু নস্কর ভাঙড় ২ ব্লকের দিকে যাওয়ার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন।

Furfura Sharif: ফুরফুরার অশান্তির ঘটনায় এক অভিযুক্তের গ্রেফতারির প্রতিবাদে সরব পীরজাদারা, পুলিশের কাজে সাফাই পরিবহণ মন্ত্রীর
বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও টাঙ্গি দিয়ে কুপিয়ে এবং গুলি করে তাঁর শ্বশুর রাজু নস্করকে খুন করা হয় বলে অভিযোগ আনেন তিনি। কোনওরকমে পালিয়ে বেঁচেছিলেন ঋত্বিক। তাঁর দাবি, এর নেপথ্যে ছিল ISF আশ্রিত দুষ্কৃতীরা। তাঁর আরও দাবি, নওশাদের চক্রান্ত এবং প্ররোচনায় এই হামলা চালানো হয়েছিল। গত ১৬ই জুন নওশাদ সহ ৬৮ জনের বিরুদ্ধে কাশীপুর থানায় মামলা দায়ের করেন ঋত্বিক। সেই খুনের মামলাতেই CID নওশাদকে তলব করেছে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *