Pakistani Spy : ফোর্ট উইলিয়ামের ছবি, ভিডিয়ো পাচারের লক্ষ্য ছিল ধৃত চরের – pakistani spy has reportedly smuggled pictures and videos of important places in kolkata as well


এই সময়: শুধু দিল্লি নয়, কলকাতারও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং যেখানে মূল্যবান সব স্থাপত্য (ভাইটাল ইনস্টলেশন অ্যান্ড ভাইটাল প্লেস) রাখা রয়েছে, সেই সব জায়গার ছবি এবং ভিডিয়োও পাচার করেছেন পাকিস্তানি গুপ্তচর সন্দেহে ধৃত ভক্তবংশী ঝা–প্রাথমিকভাবে এমনটাই মনে করছে কলকাতা পুলিশের এসটিএফ। বিহারের দ্বারভাঙা জেলার ওই বাসিন্দা হানিট্র্যাপের ফাঁদে পড়ে বেশ কিছুদিন ধরেই তথ্য পাচার করেছেন বলে দাবি গোয়েন্দাদের। মূলত সেনা ছাউনির ছবি এবং ভিডিয়ো পাচারই উদ্দেশ্য ছিল ওই যুবকের। পূর্ব ভারতের সেনাবাহিনীর হেড কোয়ার্টার ফোর্ট উইলিয়ামের কোনও ছবি-ভিডিয়োও পাকিস্তানি গুপ্তচর সংস্থার হাতে ভক্তবংশীর সূত্রে চলে গিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর।

Kolkata Police Pakistani Spy : কলকাতায় পাকিস্তানি ‘স্পাই’! গ্রেফতার বিহারের বাসিন্দা, STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
ভক্তবংশী ঝা দিল্লির একটি ক্যুরিয়ার সংস্থায় কাজ করতেন। সম্প্রতি তিনি কলকাতায় বদলি হয়ে চলে আসেন। এর পর, হাওড়া শহরে ঘরভাড়া নিয়ে থাকতে শুরু করেন। কলকাতায় ক্যুরিয়ারের জিনিসপত্র পৌঁছে দেওয়ার অছিলায় ওই যুবক গত তিন মাস ধরে ছবি এবং ভিডিয়ো তুলছিলেন। একটি বিশেষ অ্যাপের মাধ্যমে সেই ছবি ও ভিডিয়ো উল্টোদিকের রিসিভারকে পাঠাতেও শুরু করেন তিনি। এসটিএফ-এর এক পদস্থ অফিসার রবিবার বলেন, ‘কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ছবি তুলেছেন ওই যুবক। কিন্তু নিরাপত্তার কারণে সেই সব বিষয়ে আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে, তিনি ছাড়াও এই হানিট্র্যাপের ফাঁদে আরও কেউ পড়েছেন কি না।’

Central Forces Of India : ইউনিফর্ম পরে রিল সেলফি পোস্ট আর নয়, কড়া নিষেধাজ্ঞা কেন্দ্রীয় গোয়েন্দাদের
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ভক্তবংশীর কাছ থেকে বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে। তা খতিয়ে দেখার পাশাপাশি বাজেয়াপ্ত হওয়া মোবাইল ফোনটি পরীক্ষা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তবংশী ঝায়ের সঙ্গে এক তরুণীর পরিচয় হয়। যিনি নিজেকে পাঞ্জাবের বাসিন্দা বলে পরিচয় দিয়েছিলেন বলে দাবি অভিযুক্তের। মনে করা হচ্ছে, ওই তরুণীকে ব্যবহার করেই পাকিস্তানি গুপ্তচর সংস্থা ভক্তবংশীকে হানিট্র্যাপে ফেলেছিল। এর পর, তাঁকে কাজে লাগিয়ে দিল্লি এবং কলকাতার গুরুত্বপূর্ণ তথ্য হাতানোর চেষ্টা চলছিল।

SSKM Hospital Kolkata : এবার এসএসকেএম, হস্টেলের শৌচাগারে নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে, এই দুই মেট্রো শহরকেই টার্গেট করা হয়েছিল, নাকি আরও কয়েকটি শহরের গুরুত্বপূর্ণ জায়গার ছবিও তাঁকে পাঠানোর বরাত দিয়েছিলেন ষড়যন্ত্রকারীরা। ওই তরুণীর পাশাপাশি এক পুরুষ কণ্ঠের ব্যক্তির সঙ্গেও মোবাইলে কথা বলতেন আমিত। তাঁর বিষয়েও তথ্য পাওয়ার চেষ্টা করছেন গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, ধরা পড়ার পর ভক্তবংশীর বক্তব্যে বেশকিছু অসঙ্গতি মিলেছে। সে সব যাচাই করে দেখা হচ্ছে। ওই তরুণী এবং পুরুষ কণ্ঠের ব্যক্তির সঙ্গে তাঁর কোথাও দেখা হয়েছিল কি না, হলে সেটা কোথায়–তা-ও জানার চেষ্টা চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *