SSKM Hospital : বিকল কিডনি, জোড়া ট্রান্সপ্ল্যান্টের পরেও মৃত্যু সেই গ্রহীতার – even after a double transplant the man who underwent surgery at sskm could not be saved


এই সময়: বহু দিনের চেষ্টায় একসঙ্গে মিলেছিল মরণোত্তর লিভার ও কিডনি। অমিত কুমারের (৩৪) শরীরে সেই জোড়া অঙ্গ প্রতিস্থাপন করে শুক্রবার নজির গড়েছিল এসএসকেএম। কিন্তু প্রতিস্থাপনের অস্ত্রোপচার সফল হলেও অমিতের শরীর ভালো ভাবে গ্রহণ করতে পারেনি কিডনি। লিভার নিয়ে কোনও সমস্যা না থাকলেও তাঁর কিডনি শনিবার একেবারেই ঠিকঠাক কাজ করছিল না। সেই প্রতিস্থাপিত কিডনি বিকল হয়ে রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ মারা যান অমিত। স্বাভাবিক ভাবেই তাঁর মৃত্যুতে মুষড়ে পড়েছেন এসএসেকেএমের চিকিৎসকরা।

SSKM Hospital : একই শরীরে জোড়া অঙ্গ প্রতিস্থাপনে নজির পিজি-র
বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, দক্ষিণ ভারত ও দিল্লির মতো যে জোড়া অঙ্গ প্রতিস্থাপনের অস্ত্রোপচার কলকাতাতেও শুরু হয়েছে, সেটাই বড় কথা। প্রথম অপারেশনে সাফল্য না-এলেও থেমে থাকলে চলবে না। আগামী দিনে এই প্রয়াসের হাত ধরেই বাঁচবে বহু প্রাণ, যাঁদের একই সঙ্গে একাধিক অঙ্গ বিকল। চিকিৎসকদের আরও বক্তব্য, শুক্রবারের অস্ত্রোপচার পুরোপুরি সফল হয়েছিল।

PG Hospital Kolkata : ব্রেন ডেথে মরণোত্তর অঙ্গদানের সিদ্ধান্ত, নবজীবন পাবে ৪
অপারেশনে কোনও পদ্ধতিগত খামতি ছিল না। কিন্তু নতুন কিডনিটিকে গ্রহণই করতে পারেনি অমিতের শরীর। ডাক্তারি পরিভাষায় যাকে বলে গ্রাফট-রিজেকশন। ৩৩% ক্ষেত্রে এমনটা হয় সারা দুনিয়াতেই। অর্থাৎ, এমনিতেই এই ধরনের প্রতিস্থাপনে প্রতি তিন জন রোগীর মধ্যে একজনের ক্ষেত্রে ব্যর্থ হওয়া মেনেই নিতে হয় চিকিৎসকদের। আশা, আগামী দিনে জোড়া অঙ্গ প্রতিস্থাপনের অস্ত্রোপচার এখানেও সফল হবে।

First Womb Transplant In UK : প্রথম গর্ভ প্রতিস্থাপনের সাফল্য, অসাধ্য সাধন ব্রিটেনের চিকিৎসকদের
শৈশবেই কিডনি বিকল হয়ে গিয়েছিল বিহারের বাসিন্দা অমিতের। গত বছর ছয়েক ধরে কলকাতাতেই তাঁর ডায়ালিসিস চলছিল। মাঝে ধরা পড়ে হেপাটাইটিস-সি সংক্রমণ। ২০২০-তে তাঁর লিভারে সিরোসিস হয়ে যায়। তার পর থেকেই প্রতিস্থাপনের জন্য মরণোত্তর লিভার ও কিডনির খোঁজ চলছিল। এরমধ্যে গত বুধবার এসএসকেএমেই দুর্ঘটনায় আহত উত্তর ২৪ পরগনার জগদীশ মণ্ডলের (৪৮) ব্রেন ডেথের পর ঠিক হয় জোড়া অঙ্গ প্রতিস্থাপিত হবে। দেশের মধ্যে ২২তম নজির হিসেবে জগদীশের মরণোত্তর লিভার ও কিডনি প্রতিস্থাপিত হয় অমিতের শরীরে। কিন্ত শেষরক্ষা হলো না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *