Suvendu Adhikari : ‘RDX ব্যবহার হয়েছে’, দত্তপুকুর নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর – suvendu adhikari claimed rdx has been used at duttapukur blast


‘দত্তপুকুরে আরডিএক্স ব্যবহার হয়েছে,’ বিস্ফোরক আভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার অভিযোগ, ‘আরজিএক্স ব্যবহার করা হয়েছে। গতকালের বিস্ফোরণ সমস্ত মাত্রা ছাড়িয়ে গিয়েছে, কংক্রিটের ছাদ তুলে ফেলে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘ওই এলাকার মানুষ গতকাল প্রকাশ্যে বলেছেন প্রতি দোকান পিছু ৫০ হাজার টাকা করে আইসি ও স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী তোলা তোলেন। জাকির হোসেনকে যে স্প্লন্টার দিয়ে খুনের চেষ্টা হয়েছিল, সেখানেও এখান থেকে বোমার বস্তা সাপ্লাই করা হয়েছি বলে অভিযোগ স্থানীয়দের। যে ধরা পড়েছে সে জাকির হোসেনের ওপর হামলায় যুক্ত।’

এদিন সরাসরি রাজ্যর মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনায় এনআইএ তদন্তের দাবিও জানান শুভেন্দু। তাঁর দাবি, ‘রাজ্য সরকার আজই এনআইএ-কে তদন্তভার হস্তান্তর করুক।’ ঘটনায় রাজ্য সরকারের বিবৃতিও দাবি করেন শুভেন্দু অধিকারী।

গতকাল নিজের বাড়িতে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকে নিয়ে ডেকে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে দত্তপুকুর বিস্ফোরণের বিষয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে মনে করেন কেউ কেউ। যদিও শুভেন্দু অধিকারীর দাবি, ‘ওই বৈঠকে লিপস অ্যান্ড বাউন্ডল নিয়ে আলোচনা হয়েছে। ইডি-কে কী ভাবে টাইট দেবেন, সেই বিষয়ে আলোচনা হয়েছে।’

অন্যদিকে এদিন দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডকে সরগরম হয় বিধানসভার অধিবেশনও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করে বিজেপি। পাশাপাশি এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থও বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবি, এর আগে বহু ক্ষেত্রে NIA-র হাতে তদন্তভার গেলেও রাজ্যের বিরুদ্ধে অসহোযোগিতার অভিযোগ সামনে এসেছে। তাই এবার আদালতের নজরদারিতে তদন্তের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু।

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *