Uttar Dinajpur : ১৫ বছর পর বোর্ড গঠন BJP-এর, পঞ্চায়েত কার্যালয়ে প্রবেশের আগে গোবর জল দিয়ে শুদ্ধিকরণ! – bjp makes board in chopra which was in hand of trinamool


পঞ্চায়েতে গোবর গঙ্গা জল দিয়ে ধুয়ে ধুনো দেখিয়ে শুদ্ধিকরণ করে পঞ্চায়েতে প্রবেশ করল BJP পরিচালিত বোর্ড। দীর্ঘ ১৫ বছরের তৃণমূলী শাসনের অবসান ঘটিয়ে পঞ্চায়েত কার্যালয়ে শুদ্ধিকরণ করে পঞ্চায়েত ভবনে প্রবেশ করলেন নবনির্বাচিত BJP প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যরা। এমনই ঘটনাটি ঘটেছে সোমবার নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের তালদহ মাজদিয়া গ্রাম পঞ্চায়েতে। ২২টি আসন বিশিষ্ট এই পঞ্চায়েতটি দীর্ঘ ১৫ বছর রাজ্যের শাসকদল তৃণমূলের দখলে ছিল। পাশাপাশি রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল পূর্বের বোর্ড দায়িত্বে থাকাকালীন, অভিযোগ এমনই।

Nadia News : পঞ্চায়েত উপ সমিতি গঠনকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ, ধুন্ধুমার কাণ্ড নদিয়ার কৃষ্ণগঞ্জে
এরপর ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের প্রধান বিরোধী দল BJP ২২ টি আসনের মধ্যে ১২ টি আসন দখল করে। তৃণমূলের ঝুলি তে যায় ১০টি আসন। ২২ টির মধ্যে ১২টি আসনে জয়লাভ করে পঞ্চায়েত বোর্ড দখল করে BJP। পাশাপাশি আগামী দিনে পঞ্চায়েত এলাকায় সাধারণ এলাকাবাসীদের স্বার্থে উন্নয়নকে ঢেলে সাজানোর অঙ্গীকার বদ্ধ হয় তাঁরা।

WB Panchayat Board : মালদার হবিবপুর পঞ্চায়েত সমিতি দখল BJP-র, পরাজিত তৃণমূল
মূলত তারই পরিপ্রেক্ষিতে সোমবার পুরনো দিনের সব কলঙ্ককে মুছে ফেলতে গঙ্গাজল ও গোবর দিয়ে পঞ্চায়েত ভবন পরিষ্কার করে তালদহ মাজদিয়া গ্রাম পঞ্চায়েত ভবনে প্রবেশ করলেন BJP সমর্থিত নবনির্বাচিত পঞ্চায়েত বোর্ড সদস্যরা। এই বিষয়ে BJP পরিচালিত বোর্ডের প্রধান বলেন, ‘এত বছর ধরে ক্ষমতায় থেকে তৃণমূলের লোকেরা কিছুই করেনি। শুধু সাধারণ মানুষের টাকা লুঠ করেছে, খেয়েছে। এই এলাকার সাধারণ মানুষরাও সেটা জানেন। সেই কারণেই তাঁরা এবার ঢেলে BJP কে ভোট দিয়েছেন।

WB Panchayat Election : ২২ বছর বয়সেই প্রশাসনের শীর্ষপদ! রাজশ্রীকে নিয়ে স্বপ্নে বুঁদ অশোকনগর
আমরা ১২ টি আসন পেয়েছি। আরও অনেক বেশি আসন পেতাম। কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপকভাবে ছাপ্পা ভোট দিয়েছে, মানুষকে নিজের ভোট দিতে যেতে বাধা দিয়েছে। সেই কারণেই ১২ টি আসনে আটকে গিয়েছি’। তিনি আরও বলেন, ‘এবার আমরা মানুষকে উন্নতমানে প্রসেবা দেব। স্বচ্ছ বোর্ড কাকে বোলে দেখবেন মানুষ’। এদিকে, তৃণমূলের স্থানীয় এক নেতা বলেছেন, ‘এসব গঙ্গাজল গোবর দিয়ে BJP নাটক করছে। মূল কাজে ওদের কোনও আগ্রহ নেই।

এসব করে কোনও লাভ হবে না। আমরা টানা ১৫ বছর ক্ষমতায় ছিলাম। টানা এতদিন ক্ষমতায় থাকার পর মানুষের মনে কিছু আশা নিরাশা ক্ষোভ জেগেছে, তাই আমরা এবার কিছু কম আসন পেয়েছি। আগে BJP ৫ বছর বোর্ড চালিয়ে দেখাক। তারপর এসব করবে’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *