‘একটু ডোজ কমিয়ে পেটে ঘুষি মারা শুরু করো……’ Debangshu Bhattacharya reacts on LPG Price


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর ঘুরলেই লোকসভা ভোট। কমল রান্নার গ্যাসের দাম। কত? সিলিন্ডার প্রতি ২০০ টাকা। ‘একটু ডোজ কমিয়ে পেটে ঘুষি মারা শুরু করো’, ফেসবুকে পোস্টে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।

আরও পড়ুন: Ragging: ফের র‌্যাগিং? ২ প্রাক্তন ছাত্রকে চিহ্নিত করে পুলিসকে জানাল কলেজ কর্তৃপক্ষ….

লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি। রান্নার গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আজ, মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। কেন এমন সিদ্ধান্ত? কেন্দ্রের দাবি, রাখি ও ওনামের কথা মাথায় রেখে রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে। যদিও তা মানতে নারাজ তৃণমূলনেত্রী।

 

রাতে ফেসবুকে পোস্ট দিলেন দেবাংশু ভট্টাচার্য। তিনি লিখেছেন, ‘প্রথমে মুখে লাথি মেরে মেরে লাথি খাওয়া অভ্যেস করিয়ে ফেলো। তারপর একটু ডোজ কমিয়ে পেটে ঘুষি মারা শুরু করো.. লোকে বলবে, “কী দয়ালু দেখেছো! আগের মত জোরে মারে না…’

বেশ কয়েকমাস ধরেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১১০০ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। কেন্দ্রের সিদ্ধান্তে সিলিন্ডার প্রতি রান্নার গ্য়াসের দাম কমে হবে ৯০০ টাকা। হাঁফ ছেড়ে বাঁচবে মধ্যবিত্ত।

আরও পড়ুন: Mamata Banerjee: কবে পশ্চিমবঙ্গ দিবস পালন? বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য…

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *