Abhishek Banerjee: কেন সমন পাঠাচ্ছে না ইডি? লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেকের বিরুদ্ধে তদন্তের রিপোর্ট তলব!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিষেককে কেন সমন পাঠাচ্ছে না ইডি? আদালতে প্রশ্নের মুখে ইডি-সিবিআই। পুর দুর্নীতি মামলায় এদিন বিচারপতি অমৃতা সিনহার কড়া প্রশ্নের মুখে পড়তে হল ইডি ও সিবিআইকে। একইসঙ্গে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্টও তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা। 

এদিন আদালতে সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। আদালত প্রশ্ন করে, একই তথ্যে ভরা রিপোর্ট কেন বার বার দিচ্ছেন? বিচারপতি বলেন, ‘ইডি রিপোর্ট দেখে জানতে পারলাম যে, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় একজন সাংসদ, এখনও লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও আছেন।’ এরপরই তাঁর বিরুদ্ধে তদন্ত কতদূর এগিয়েছে, সেই বিষয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ, সিবিআই ও ইডি যে তদন্ত করছে, তাতে লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে তদন্ত কতদূর এগিয়েছে, সেই বিষয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে ইডি-সিবিআইকে। আদালত আরও জানিয়েছে, প্রাথমিকের জন্য তৈরি সিট এই মামলাটি দেখবে।

অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে তদন্ত প্রক্রিয়ার উপর নজর রাখছে, এদিন তা দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট বুঝিয়ে দিয়েছে আদালত। আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় ইডি-সিবিআইকে। বিচারপতি বলেন, শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনের সময়ই হুড়োহুড়ি হল। তারপর আবার ঘুমিয়ে পড়লেন কেন? আপনাদের তদন্তে বাধা দিচ্ছে কে? আপনারা নীচ থেকে তদন্ত শুরু করে উপরে উঠছেন! এই দুর্নীতি একজনের মস্তিষ্ক প্রসূত হতে পারে না। এর পিছনে আরও অনেক মাথা থাকতে পারে। দুর্নীতির মাথায় কে? তাদেরকে ধরতে আপনাদের সমস্যা কোথায় হচ্ছে? তদন্তে কি আদালত বাধা দিয়েছে নাকি অন্য কেউ বাধা দিয়েছে? এমনই প্রশ্ন তুলল আদালত। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও-র বিরুদ্ধে কী তদন্ত হয়েছে, সেই নিয়ে রিপোর্ট তলব করল হাইকোর্ট। 

আরও পড়ুন, Mamata Banerjee | Abhishek Banerjee: ‘অভিষেককে ভোটের আগে গ্রেফতার করব!’

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *