Anubrata Mondal Daughter : ফের জামিনের শুনানি পিছিয়ে গেল অনুব্রতর মেয়ে সুকন্যার – anubrata mondal daughter sukanya mondal bail plea has been postponed in delhi high court


পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের মামলার শুনানি। দিল্লি হাইকোর্টে সুকন্যা মণ্ডলের কোনও আইনজীবী উপস্থিত না থাকার কারণেই তাঁর জামিনের মামলার শুনানি পিছিয়ে যায়। মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ সেপ্টেম্বর, এমনটাই নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মা।

এর আগেও জামিনের আবেজন জানিয়েছিলেন সুকন্যা মণ্ডল। যদিও তা খারিজ হয়ে যায়। মাস কয়েক আগে মামলা লড়ার টাকার অভাব হচ্ছে বলে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েচিলেন সুকন্যা। সেই সময় সুকন্যার তরফে জানান হয়, পশ্চিমবঙ্গে এসে য়াতে তিনি মামলা লড়ার টাকা জোগাড় করতে পারেন, তার জন্য তাকে জামিন দেওয়া হোক। যদিও ইডি সেই আবেদনের বিরোধিতা করেছিল। ইডির যুক্তি ছিল, পশ্চিমঙ্গে ফিরে অনুব্রতর কন্যা তথ্যপ্রমাণ লোপটের চেষ্টা করতে পারেন। তারপরে সেই আবেদন কারিজ করেদন বিচারক।

Birbhum Zilla Parishad : ‘দিল্লি যাব দেখা করতে!’ ‘গুরু’ অনুব্রতর অভাব বোঝালেন ‘বিরোধী’ কাজল
প্রসঙ্গত, গোরুপাচার মামলায় ২০২২ সালে ১১ অগস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারির কিছুদিন পর অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে নেয় ইডি। দীর্ঘদিন ধরে আসানসোল কেন্দ্রীয় সংশোধনারগারে বন্দি ছিলেন বীরভূমের এই তৃণমূল নেতা। শেষমেশ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশে অনুব্রতকে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়।

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতারের কয়েক মাস পরেই গ্রেফতার করা হয় সুকন্যা মণ্ডলকে। বাবার গ্রেফতারির আটমাসের মধ্যে ইডির হাতে গ্রেফতার হতে হয় অনুব্রত কন্যাকে। গোরু পাচার মামলায় তার আগেও একাধিকবার তাঁকে দিল্লিতে তলব করেছিল ইডি। কিন্তু, বারবারই ইডি হাজিরা এড়িয়ে যান অনুব্রত-কন্যা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বারবার হাজিরা এড়িয়ে যাওয়ার পর অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের চিন্তাভাবনা করা হয়। সেই মর্মে আবারও নোটিস পাঠানো হয়েছিল তাঁকে। তারপরেই দিল্লিতে হাজির হন সুকন্যা।

Chit Fund Scams : চিটফান্ডকাণ্ডে ফের সক্রিয় ইডি, এবার গ্রেফতার পার্থ
তদন্তে উঠে আসে, ভোলে বোম রাইস মিলের অন্যতম ডিরেক্টরও ছিলেন সুকন্যা। ইডি প্রশ্ন তোলে, একজন সাধারণ শিক্ষিকার এত বিপুল সম্পত্তি কী ভাবে হল? সেই প্রশ্নের কোনও সন্তোষজনক উত্তর দিতে পারছিলেন না সুকন্যা। রাইস মিল ছাড়াও সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা অর্থ ও জমি-সহ বিপুল সম্পত্তির হদিশ পাওয়া যায় বলেই খবর। যদিও সেই টাকারও উৎস বলতে পারেনি সুকন্যা। এরপরই অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *