Dilip Ghosh : সম্পূর্ণ দায়ী মুখ্যমন্ত্রী! দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে মুখ্যমন্ত্রীকে তোপ দিলীপের – bjp mp dilip ghosh attacked mamata banerjee on bomb blast in duttapukur


‘পশ্চিমবঙ্গে বিস্ফোরণ কোনও নতুন ব্যাপার নয়। লোকে দীপাবলি বা সংক্রান্তিতে বোমা ফাটায়। আমরা সারা বছর ফাটাই। মুখ্যমন্ত্রী সেটা নিয়ে কিছু বলবেন না’। দত্তপুকুরে বোমা বিস্ফোরণ নিয়ে মুখ্যমন্ত্রীকে এভাবেই কটাক্ষ করলেন BJP সাংসদ দিলীপ ঘোষ। আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বোগদা এলাকায় BJP-র কর্মী সমর্থকদের সঙ্গে চা চক্রে বসে এমনটাই মন্তব্য করলেন দিলীপ। চা চক্র শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি বলেন, ‘জেলায় জেলায় ব্লকে ব্লকে এমন সমস্ত ভয়ঙ্কর বিস্ফোরণ হচ্ছে আশেপাশের বাড়ি, পা সমস্ত উড়ে যাচ্ছে। মানুষের শরীর ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে।

Mamata Banerjee : ‘লোকাল থানা কোথাও কোথাও কী করছে…সেটা আর বললাম না!’ পুলিশের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে কিছু বলবেন না। মণিপুরে কী হয়েছে উত্তরপ্রদেশে কি হয়েছে এই নিয়ে ওনার খুব চিন্তা। ওনার পায়ের তলায় বোমা রেখে দিয়ে গিয়েছে উনি বুঝতে পারছেন না। সাধারণ মানুষ গরিব মানুষ তাঁরা মারা যাচ্ছে। যে কিছুই জানেই না, নির্দোষ সেও মারা যাচ্ছে। ওনারা যুক্তি দেন এখানে লোকেরা খেতে পায় না ১০০ দিনের কাজ বন্ধ তাই বোমা তৈরি করছে। তাহলে বাংলায় আছে টা কী? এটা ঠিকই বাংলাকে ওনারা গরিব করে দিয়েছেন ১২ বছরে। কিন্তু বাকি রাজ্যগুলো কেন বোমা বানায় না?

Suvendu Adhikari on Duttapukur Blast :’স্থায়ী সমাধানের কোনও চিন্তা ভাবনা নেই…’, দত্তপুকুরের ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর
পুলিশ কি এখানে খায় দায় ঘুমোয়? নাকি ওনাদের নেতা বানাচ্ছেন’। দিলীপ আরও বলেন, ‘সব জানে কেউ ভয়ে বলেনি। পুলিশকে বললে পুলিশ উলটো কেস দিয়ে দেয়। পুলিশ টাকা নেয়, নেতারা টাকা নেয় আর দিনের পর দিন এই অবৈধ বিপদজনক কাজ চালায়। আজ যখন এই ধরনের বিস্ফোরণ হচ্ছে মানুষের মাথা ঘুরে যাচ্ছে। সবার ভয় হচ্ছে কি জানি আমাদের পাড়াতেই কারখানা আছে নাকি কখন বোমা ফাটবে। যত দিন যাচ্ছে বড় বিস্ফোরণ হচ্ছে। আর মাননীয়া এই ব্যাপারে চুপ আছেন’।

Duttapukur Blast : NIA তদন্ত করলে আপত্তি নেই তৃণমূলের, দত্তপুকুর বিস্ফোরণ নিয়ে চাপানউতোর
সেই সঙ্গে দিলীপ বলেন, ‘দুর্ভাগ্যের বিষয় রাজ্যের মানুষ বাংলায় থাকলেও মরে যাচ্ছে। বাংলার বাইরে কাজ করতে গেলেও সেখানেও অ্যাক্সিডেন্ট হয়ে মরে। বাংলার মানুষ কি এরকম অপঘাতে মৃত্যু লিখে নিয়ে এসেছে ভগবানের কাছ থেকে? আমার মনে হয় এর জন্য সম্পূর্ণ দায়ী মুখ্যমন্ত্রী’। আরও বলেন, ‘কি কালচার তৈরি করেছেন উনি? যাদবপুর তার উদাহরণ! এদিকে বলছেন আমরা একবিংশ শতাব্দীতে আছি। আর সেই প্রাচীন পদ্ধতির র‍্যাগিং এখনও বন্ধ হয়নি। সবচেয়ে আধুনিক সবচেয়ে মেধাবী ছাত্ররা যাদবপুরে ভর্তি হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের লজ্জার কি হবে’।

Duttapukur Blast : দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, এখনও পর্যন্ত মৃত ৬
উপাচার্যকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে বলেন, ‘যাদবপুরে উপাচার্য গিয়ে সবকিছু পালটে দেবেন এরকম হওয়ার কোনও কারণ নেই। যাদবপুরে কে আসছে কে যাচ্ছে কেউ জানে না। পুলিশ ঢুকবে না, সেখানে ছদ্মবেশে সেনার বেশে ঢুকে গিয়ে সমস্ত প্রমাণ নষ্ট করে দিচ্ছে কিছু লোক।

কি করে এটা হতে পারে? এরকম একটা গুরুত্বপূর্ণ সেন্সেটিভ জায়গাতে এই যে দিনের পর দিন বছরের পর বছর ওখানে দেশবিরোধী, সমাজবিরোধী ক্রিয়াকলাপ চালাচ্ছে। কি করে সম্ভব হচ্ছে? এখানে সরকার নেই? এখানে দায়িত্ব নিয়ে হাজার হাজার স্টুডেন্টকে মৃত্যুর হাতে ছেড়ে দিচ্ছে ওরা’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *