Duttapukur Blast : ফের সেই দত্তপুকুর! বিস্ফোরণস্থলের অদূরেই বিপুল শব্দবাজি উদ্ধার – just 2 days after the explosion in duttapukur a large amount of banned betting recovered from factory


দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণের মাত্র ২ দিনের মধ্যে ফের উদ্ধার হল প্রচুর পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি। দত্তপুকুরের মোচপোল এলাকায় সোমবার রাতে ফের বাজি কারখানার হদিশ মিলল। সূত্রের খবর, সেই কারখানায় একেবারে টন টন শব্দবাজি মজুত করা ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, এই গোডাউনে সকলকে দেখানো হত পেঁয়াজের গোডাউন। সামনে পেঁয়াজ থাকলেও তার পিছনে কয়েকশো স্কয়ার ফিটের এই গোডাউনে সারি সারি শব্দ বাজির পেটি থাকত। স্থানীয়রা বিষয়টি জানলেও কোনও প্রতিবাদ করার সাহস দেখাতে পারতো না। এদিন রাতে সেই কারখানায় স্থানীয়রাই প্রতিবাদ জানায় বিক্ষোভ দেখায় বলে জানা যায়।

Duttapukur Blast : দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, এখনও পর্যন্ত মৃত ৬
সেই গোডাউন থেকে বাজি উদ্ধার করতে একটি লরি নিয়ে আসা হয়, উপস্থিত ছিলেন দমকল দফতরের কর্মীরাও। এই কারখানায় কত টন বাজি মজুত করা ছিল তার কোনও সঠিক হিসাব পাওয়া যায়নি। পুলিশ বাজেয়াপ্ত করেছে বাজিগুলি এবং সেই বাজি দমকল দফতরের সহযোগিতায় জল দিয়ে নিষ্ক্রিয় করা হয়। যেখানে গত রবিবার বিস্ফোরণ হয়, সেখান থেকে কয়েকশো মিটার দুরেই এই পেঁয়াজের গোডাউনের নামে চলত পেটি পেটি বাজি মজুত করে রাখা। কোথায় যেত এই বাজি বা কে এই ব্যবসা করতো পুলিশের নজর এড়িয়ে তা নিয়ে প্রশ্ন উঠছে।

Duttapukur Blast : ছ’মাস আগেই নালিশ থানায়, এলাকাবাসীর প্রশ্নে ‘মাসোহারা’
সাইদুর রহমান নামে এক ব্যক্তির এই গোডাউন বলে স্থানীয় সূত্রে জানা যায়। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেছেন, ‘বেশ অনেকদিন ধরে আমরা জানতাম যে এখানে নিষিদ্ধ বাজির কারবার চলে। সামনে পেঁয়াজ রেখে দেওয়া হত যাতে কেউ বুঝতে না পারে। কিন্তু আমরা স্থানীয়রা তা জানতাম।nভয়ে কেউ কোনওদিন মুখ খোলার সাহস পাইনি কারণ এর আগে একবার একজন প্রতিবাদ করেছিলেন। তখন তাঁর কপালে জুটেছিল মার ও পরিবারকে হুমকি। সেই কারণে অনেকেই পিছিয়ে এসেছিলেন।

Duttapukur Blast News : দত্তপুকুর বিস্ফোরণের বাড়ছে মৃত্যু, অভিযুক্ত সামসুর-আজিবর কারা?
কিন্তু রবিবার যা ঘটল তারপর আর চুপ থাকা যায়না। বলা যায় না, কোনওদিন এখানে বিস্ফোরণ হবে, আর আমাদের বাড়ি উড়ে যাবে। তখন কোথায় যাব’! ওই ব্যক্তি আরও বলেন, ‘রবিবার বিস্ফোরণের পর পুলিশ ও সরকার যেভাবে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে, তাতে সাহস পাওয়া গেল।
আর সেই কারণে সবাই মিলে আমরা প্রতিবাদ করলাম। পুলিশ, দমকলকে খবর দেওয়া হল। তাঁরাও এসে সহযোগিতা করেছেন’। এদিকে, এই গোডাউনের মালিকের খোঁজ পেতে তল্লাশি জারি রয়েছে বোলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *