Murder : ঘরের বৌ বাইরের অনুষ্ঠানে নাচবে? ডোমজুড়ে তরুণী হত্যায় প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য – howrah domjur murder case police found sensational plot behind these


এই সময়, ডোমজুড়: ঘরের বৌ হয়েছে, তার পর সে আবার অনুষ্ঠানে নাচবে? কখনও নয়। এমনটাই মানসিকতা শ্বশুরবাড়ির।
রবীন্দ্রনৃত্য, নজরুলগীতির সঙ্গে নৃত্য এবং ভরতনাট্যমে তিনি তালিম নিয়েছিলেন ছোটবেলা থেকেই। তাতে কী? ও সব তো নাচ-ই। অতএব খারাপ। এবং তা চলবে না। শ্বশুরবাড়ি অনড় নিজেদের অবস্থানে। এই নিয়ে টানা অশান্তি, গঞ্জনা ও মারধরের জেরে ডোমজুড়ের সলপ পাইকান ডাঁসী এলাকার অনুশ্রী হাজরা (২৪) চার মাস আগে, গত ১৯ এপ্রিল শ্বশুরবাড়ির সঙ্গে যাবতীয় সম্পর্ক চুকিয়ে এক কাপড়ে সেখান থেকে বেরিয়ে বাপের বাড়িতে চলে এসেছিলেন। বিয়ের ১৪ মাসের মাথায়। চলছিল বিবাহ বিচ্ছেদের মামলা।

Husband Wife Relation: প্রেমের বিয়ের বছর ঘুরতেই বিচ্ছেদের মামলা, স্ত্রীয়ের মৃতদেহ মিলতেই গ্রেফতার স্বামী
তবে শ্বশুরবাড়ির লোকজনের তরফে অনুশ্রীকে হুমকি দেওয়া, অশ্লীল কথা বলে অপমান করা— এ সব চলছিল বলে ওই যুবতীর বাড়ির লোকজনের দাবি। রবিবার রাতে বাড়ি থেকে প্রায় দু’কিলোমিটার দূরে, মাকড়দহের কাছে ঝালুয়ার বেড় এলাকায় একসরা রোডের উপর সেই অনুশ্রীর গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, মাথার পিছন থেকে গুলি ঢুকে আটকে ছিল কপালের কাছে। তাঁর চোখ বাঁধা ছিল। নিহত যুবতীর বাপের বাড়ির লোকজনের বক্তব্য, নাচের বিষয়টি শ্বশুরবাড়ির লোকজন মেনে না-নেওয়ায় ওই যুবতী যে বিদ্রোহ করবেন, সেটা তাঁর স্বামী ও অন্যদের হিসেবে ছিল না। সেই আক্রোশ থেকেই শেষমেশ অনুশ্রীকে গুলি করে খুন করা হয়েছে।

Nadia Student Murder : স্মার্ট ওয়াচ-গেমিং ল্যাপটপের লোভেই কি প্ল্যান করে খুন এইটের পড়ুয়া?
সোমবার পুলিশ অনুশ্রীর স্বামী চন্দন মাঝিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ওই যুবক বাগনানের কাছে একটি শিল্পসংস্থার গোডাউনের ম্যানেজার। চন্দনের বাড়ি অনুশ্রীর বাড়ি থেকে ২০০ মিটার দূরে। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়। অনুশ্রী ছোট থেকে নাচ শিখেছিলেন। বিয়ের আগে স্বামী ও শ্বশুরবাড়ির সবাই সেটা জানতেনও। কিন্তু নিহত যুবতীর বাপের বাড়ির লোকজনের অভিযোগ, বিয়ের পরেই তাঁকে নাচ ছেড়ে দিতে বলা হয়। অনুশ্রী মানতে রাজি না-হলে শুরু হয় অত্যাচার। বাপের বাড়ি ফিরে আসার পর অনুশ্রী একটি ওষুধ কোম্পানিতে সেল্‌সের কাজ করছিলেন।

Duttapukur Blast : ছ’মাস আগেই নালিশ থানায়, এলাকাবাসীর প্রশ্নে ‘মাসোহারা’
শনিবার ছিল অনুশ্রীর জন্মদিন। রবিবার রাতে বাড়িতে অনুশ্রী তাঁর কয়েক জন আত্মীয়ের সঙ্গে জন্মদিন উদ্‌যাপনের পরিকল্পনা করেছিলেন। কেক আনা হয়েছিল। রাতের খাবারে ছিল বিরিয়ানি। সে সবই পড়ে থাকল। অনুশ্রীর বাড়ির লোকজন জানান, রবিবার সন্ধ্যায় সাইকেল নিয়ে বাড়ি থেকে আধ কিলোমিটারের একটু বেশি দূরে, সলপ গ্যাস গোডাউনের কাছে তাঁর এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন অনুশ্রী। সেখান থেকে বাবাকে ফোন করে তিনি জানান, তাঁর সাইকেল খারাপ হয়ে গিয়েছে।

Assam Crime : কন্যাসন্তান হওয়ায় অখুশি! নবজাতককে হত্যা, গ্রেফতার মা
কিন্তু সেখান থেকে বাড়ি ফেরার জন্য অনুশ্রী কেন একসরা রোড ধরবেন, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। দেহের পাশে পড়ে থাকা ব্যাগে পাওয়া আধার কার্ড দেখে যুবতীর পরিচয় জানতে পারে পুলিশ। তাঁর সাইকেল ও মোবাইল ফোনের খোঁজ মেলেনি। অনুশ্রীর বাবা কমল হাজরা বলেন, ‘আমার মেয়েকে প্রচণ্ড মারধর করা হলে ও শ্বশুরবাড়ি ছেড়ে এক কাপড়ে বাড়িতে চলে আসে। তার পর থেকে মেয়েকে ফোন করে হুমকি দিত জামাই। মেয়ে রবিবার সন্ধ্যায় ওর বন্ধুর বাড়িতে ১০ মিনিট ছিল। বেরোনোর সময়ে আমাকে ফোন করে জানায়, ওর সাইকেল খারাপ হয়ে গিয়েছে। তার পর থেকেই ওর মোবাইল ফোন টানা সুইচ্‌ড অফ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *