Nandigram News : পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা, বিক্ষোভ নন্দীগ্রামে – nandigram 1 panchayat centered excitement around formation of panchayat samiti standing committee


আবারও সংবাদের শিরোনামে সেই নন্দীগ্রাম। নন্দীগ্রাম -১ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। মঙ্গলবার নন্দীগ্রাম -১ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির নির্বাচন ছিল। এখানে মোট ভোটার ৪৪ জন। যার মধ্যে BJP-র পঞ্চায়েত সমিতির সদস্য – ১৫, প্রধান – ৬ এবং বিধায়ক মিলে মোট ২২।

এদিকে, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য -১৫, প্রধান – ৪, জেলা পরিষদের সদস্য – ২ মিলিয়ে মোট ২১ জন। সাংসদ ১। ভোটাভুটির সময় তৃণমূলের ২ টি ভোট বাতিল হয়। এবং তৃণমূলের একজন BJP-কে সমর্থন করেন। ফলাফল হয়ে দাঁড়ায় BJP ২৪ এবং তৃণমূল ১৮। ফলে স্থায়ী কমিটিতে এগিয়ে থাকল BJP।

Trinamool Congress : ভোট মিটলেও চলছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সাংসদকে ঘিরে তুমুল বিক্ষোভ কালনায়
ভোটাভুটির পর তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকরা পঞ্চায়েত সমিতির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের দাবি, তাঁদের সদস্য অসুস্থ থাকা সত্ত্বেও BDO জোর করে নির্বাচন প্রক্রিয়া আয়োজন করে। BDO-র অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল। এর পর আসরে নামে BJP-ও। উত্তেজনা ছড়াতে থাকে।

ফলে দুই রাজনৈতিক দলের বাদানুবাদে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। এদিন স্থায়ী কমিটি নিজেদের দখলে আনতে পেরে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা ২৩ জন ছিলাম। তৃণমূল নিজের ঘর ঠিক রাখতে পারেনি। তাই আমরা ২৪ টি সমর্থন পেয়েছি। আগেই বলেছিলাম কিভাবে বোর্ড গঠন করতে হয় তা আমার জানা আছে। সেটা আজ পরিষ্কার হয়ে গেল।’

Trinamool Congress : টানটান উত্তেজনা, কালনায় পঞ্চায়েতে স্থায়ী সমিতি গঠন
এদিন স্থায়ী কমিটি নির্বাচনে নন্দীগ্রাম – ১ পঞ্চায়েত সমিতিতে আসেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি বলেন, ‘সাংবিধানিক অধিকার বলে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি।’ যদিও তিনি সাংবাদিকদের প্রশ্ন কৌশলে এড়িয়ে যান। শুভেন্দু অধিকারী সব সময় বলে থাকেন তমলুকের সাংসদ তাঁদের। তবে কি তমলুকের তৃণমূলের সাংসদ BJP-কে সমর্থন করলেন?

এই প্রশ্নই উঠছে। যার ফলে তাঁদের সংখ্যা ২৩ থেকে ২৪ হল। যদিও সেটা পরিষ্কার করেননি সাংসদ। তিনি বলেন, ‘শুভেন্দুবাবু কি বলছেন সেটা আমার জানা নেই। তবে নন্দীগ্রামের উন্নয়নের স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি।’ এদিকে, আজ এগরা – ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির ভোটাভুটি ছিল।

WB Panchayat Board : মালদার হবিবপুর পঞ্চায়েত সমিতি দখল BJP-র, পরাজিত তৃণমূল
সেই ভোটাভুটিতে সাংসদ হিসেবে শিশির অধিকারী ভোট দিতে দু’নম্বর ব্লকে পৌঁছলেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। তারপরেই উত্তেজনা তৈরি হয়। পালটা BJP-র পক্ষ থেকেও ‘জয় শ্রীরাম’ স্লোগান ধ্বনি দেওয়া হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *