Rakhi Muhurat 2023: অভিনব কারুকাজের ‘অরগ্যানিক রাখি’, নাম মাত্র দামে মিলছে কচুরিপানা দিয়ে তৈরি এই সৃষ্টি – self help group woman are making beautiful organic rakhi using kochuripana or water hyacinths


সামনে রাখি উৎসব উদযাপন। বাংলায় এই উৎসব শুধু ভাই বোনের নয়, এই উৎসব ঐক্যের উদযাপন। সেই ঐক্যকে উদযাপন করতেই বাংলায় ধুমধাম করে পালন হয় রাখি। প্রাকৃতিক জিনিস ব্যবহার করে সস্তায় রাখি তৈরির দিকে ঝুঁকেছেন ব্যবসায়ীরা। অভিনব অরগ্যানিক রাখি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন এক স্বেচ্ছাসেবী সংগঠন।

গ্রাম বাংলার বহু জায়গায় জলাশয়, পুকুর, ডোবায় দেখা যায় অপ্রয়োজনীয় গজিয়ে ওঠা কুচুরিপানা। তবে এবার সেই অপ্রয়োজনীয় কচুরিপানাকেই ব্যবহার যোগ্য করে রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে জেলার কয়েকজন মহিলারা। NGO-এর ম্যানেজার কৌশিক মণ্ডলের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরার কামদেবকাঠিতে বেশ কয়েকজন মহিলারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে পুকুর ডোবায় গজিয়ে ওঠা কচুরিপানাকে সংগ্রহ করে তার থেকেই তৈরি করছেন নানা জিনিস, এমনকি রাখিও। আর তাই এবার ভাতৃত্বের বন্ধনে ভাইদের হাতে উঠবে কচুরিপানার তৈরি রাখি। ভাবছেন এ আবার কিভাবে সম্ভব!
Rakhi 2023 : বাড়ির বর্জ্য দিয়ে ৭ হাজার রাখী তৈরি! পোদ্দার পরিবারের কাণ্ডে তুঙ্গে চর্চা

অপ্রয়োজনীয় কচুরিপানা থেকেই বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হচ্ছে রাখি। আর এই কচুরিপানা সংগ্রহ করার ফলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে জলাশয়ও। পরিবেশ সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি অ-ব্যবহৃত কচুরিপানাকেই ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে বিশেষ পদ্ধতিতে। আর এই কাজ করে স্বনির্ভর হচ্ছেন গ্রামের মহিলারাও। জলাশয় থেকে কচুরিপানা তুলে এনে তা সূর্যের আলোতে শুকিয়ে কয়েকদিন বস্তায় ভরে রেখে, বিশেষ পদ্ধতিতে আঁশ ছাড়িয়ে তৈরি করা হচ্ছে কাগজ। এবার সেই কাগজ ব্যবহার করেই তৈরি করা হচ্ছে নানা ধরনের সুন্দর রাখি।
Organic Jaggery In Best Price: মরু দেশের দামী খেজুর বীজের সফল উৎপাদন সুন্দরবনে, এক গাছেই ৩৭ হাজার টাকা আয়!

শুধু কাগজ নয়, তার সঙ্গে ব্যবহার করা হচ্ছে শস্য, বিভিন্ন বীজ, চুমকি পেন্সিলের গুঁড়ো আরো নানা জিনিস। এভাবেই মহিলাদের হাতের কাজে কচুরিপানায় তৈরি রাখি বিক্রির জন্য পৌঁছে যাবে বাজারে। আর তাই চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত ব্যস্ততা। কামদেব কাকীর প্রায় ১৫ জন মহিলা এখন সকাল বিকেল কাজ করে যাচ্ছে রাখি তৈরীর। ইতিমধ্যে অর্ডারও মিলেছে কচুরিপানার তৈরি রাখির। কচুরিপানার রাখিতে সকলের উৎসাহ বাড়াতে মাত্র কুড়ি টাকা থেকে দেড়শ টাকা অব্দি এই রাখি তৈরি করা হচ্ছে। পাশাপাশি এই কচুরিপানা ব্যবহার করে মহিলারা তৈরি করছেন ঘর সাজানোর জিনিস থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসও। তাই শুধু ভাইকে রাখি পরিয়ে নয়, চাইলে উপহার হিসেবে ঘর সাজানোর জিনিস থেকে ডাইরি অনেক কিছুই দিতে পারবেন এই কচুরিপানার তৈরি আইটেম দিয়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *