Sujata Mondal Saumitra Khan : ‘অগাধ সম্পত্তি ওঁর… একদিন সবটা বুঝলাম’, BJP সাংসদকে নিয়ে বিস্ফোরক ‘প্রাক্তন’ স্ত্রী – sujata mondal tmc alleged that bjp mp saumitra khan has huge property


দীর্ঘদিনের সম্পর্কে ফাটল ধরেছে আগেই। হাজারো ঝড় ঝাপটা পেরিয়ে হয়েছে বিবাহ বিচ্ছেদও। অতীতে একাধিকবার প্রাক্তন স্বামী ও BJP সাংসদ সৌমিত্র খাঁকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের সুজাতা মণ্ডল। সোমবার বাঁকুড়ার কোতলপুরে বিক্ষোভের মুখে পড়েন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। তাঁর গাড়ি ঘিরে ধরে চাকরি দেওয়ার নামে নেওয়া টাকা ফেরতে দাবি জানান স্থানীয়রা। এবার এই প্রসঙ্গে মুখে খুলে ‘প্রাক্তন’কে নিয়ে একের পর বিস্ফোরক দাবি করলেন সুজাতা মণ্ডল।

Soumitra Khan News : চাকরির নামে টাকা আত্মসাৎ! BJP সাংসদের গাড়ি ধাওয়া, বাঁকুড়ায় হইচই
সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে জেলা পরিষদে জয়ী হয়েছেন সুজাতা। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ শুনে মোটেই বিচলিত নন সুজাতা। বরং প্রাক্তন স্বামীর বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ এনেছেন তিনি। এই সময় ডিজিটালকে তিনি বলেন, ‘নিশ্চয়ই উনি প্রতারণা করেছেন, নইলে মানুষ তো আর এমনি এমনি বলবে না। নিশ্চয়ই উনি লাখ-লাখ কোটি-কোটি টাকা নিয়েছেন। নইলে রাতারাতি তাঁর এত সম্পত্তি হল কী করে? হঠাৎ করে দুর্গাপুর সিটি সেন্টারে ওঁর বিশাল বাড়ি হয়ে গেল। দিল্লি, বাঁকুড়া, কলকাতাসহ বিভিন্ন জায়গার ওঁর সম্পত্তি রয়েছে। আগে কিছুই ছিল না। বিভিন্ন জনের নামে সম্পত্তি কিনেছেন। মা-বাবা সহ অনেককে গাড়ি কিনে দিয়েছেন। এত টাকা সৎপথে তো আসতে পারে না।’

সৌমিত্রর সঙ্গে সম্পর্ক থাকাকালীন কোনও ‘দুর্নীতি’-র হদিশ পাননি সুজাতা? তৃণমূলের এই নেত্রীর অভিযোগ, ‘ওঁর অগাধ সম্পত্তি। ওঁর সঙ্গে যখন ছিলাম, তখন আমাকে সম্পূর্ণ অন্ধকারে রাখতেন। আমাকে দেখাতেন ওঁর লোভ নেই। লোককে ধাপ্পা দেওয়ার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন। একদিন আমি সবটা বুঝতে পারি। ভগবানকে অশেষ ধন্যবাদ যে সময় থাকতে আমি ওই অশুভ শক্তির হাত থেকে বেরিয়ে আসতে পেরেছি। নইলে এই কালিমা আমার গায়ে লেগে যেত। উনি যে পাপ করেছেন, নিরাপত্তারক্ষী ছাড়া এক পা বাড়ির বাইরে বেরতে পারবেন না।’

Swami Prasad Maurya Controversy : হিন্দু ধর্ম নিয়ে বেঁফাস মন্তব্য, সমাজবাদী নেতার মুখে জুতো মারার নিদান BJP-র
বিক্ষোভকারীদের ‘পাগলা কুকুর’ বলে কটাক্ষ করেন সৌমিত্র। পালটা সাংসদ হিসেবে বর্থ্য বলেই মনে করেন সুজাতা। BJP সাংসদের প্রাক্তন স্ত্রী বলেন, ‘উনি সাংসদ হিসেবে বিষ্ণুপুরের মানুষের জন্য কোনও কাজ করেননি। মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। এমপি ল্যাডের টাকাও যথাযথভাবে খরচ করেননি। সামনে লোকসভা ভোট, তাই মানুষকে টুপি পরিয়ে উনি সমর্থন আদায়ের চেষ্টা করছেন। কিন্তু এতে কোনও লাভ হবে না।’

Mamata Banerjee : মনে রাখবেন, আপনি আর আমরা এক না: মমতার তিরে বোস
সুজাতার অভিযোগ নিয়ে বিজেপি সাংসদ সৌমিত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে এই সময় ডিজিটাল। কিন্তু তিনি ফোন ধরেননি। সুজাতার অভিযোগ প্রসঙ্গে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি নীরজ কুমার বলেন, ‘সুজাতা মণ্ডল রাজনৈতিক পরিচিতি পেয়েছেন সৌমিত্র খাঁয়ের আশীর্বাদে। কেউ চিনত না তাঁকে। সৌমিত্র খাঁ এলাকায় অনেক উন্নয়ন করেছেন। সুজাতা নিজের ফায়দার জন্য বিজেপি সাংসদকে কালিমালিপ্ত করছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *