Sutapa Chowdhury Murder Case : ‘ওই শয়তানের ফাঁসি চাই…’, সুশান্ত দোষী সাব্যস্ত হতেই কেঁদে ভাসালেন সুতপার বাবা – sutapa chowdhury father cried after sushanta chowdhury convicted in murder case


২০২১ সালের ৫ মে, কেঁপে উঠেছিল গোটা বাংলা। বহরমপুরের গোরাবাজার এলাকার একটি গার্লস হোস্টেলের দরজার সামনে কুপিয়ে খুন করা হয়েছিল কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে। এক হাতে খেলনা বন্দুর ধরে প্রাক্তনের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুতপা। অকালেই খসে যায় একটি তরতাজা প্রাণ। পরে গ্রেফতার করা হয় সুশান্তকে।

গ্রেফতারির পর ঠান্ডা গলায় সংবাদ মাধ্যমের সামনে নিজের অপরাধ কবুল করেছিল তরুণ। ‘মা-বাবা ডিসটার্ব করত, তাই মেরেছি’, হাড়হিম করা গলায় সুশান্ত সংবাদ মাধ্যমে বলেছিল এমনটাই। মামলাটি ফাস্ট ট্র্যাক করা হয়েছিল। এদিন বহরমপুরের তৃতীয় ফাস্ট ট্রাক কোর্টের অতিরিক্ত দায়রা ও জেলা বিচারক সন্তোষ কুমার পাঠক সুতপা হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে সুশান্তকে। এদিন অবশ্য তার সাজা ঘোষণা হয়নি।

Sutapa Murder Case : ৬ মাসে ৩৪ জনের সাক্ষ্যগ্রহন, সুতপা হত্যাকাণ্ডে আজ রায় দান
এদিকে মেয়ে যে দুটো বছর নেই তা মেনে নিতে পারেননি স্বাধীন কুমার চৌধুরী। হস্টেল থেকে বাড়ি ফিরেই নানান আবদার করত তাঁর ‘খুকি’। খোলা রাস্তায় কুপিয়ে মেরে দিল! একটা মানুষ বাঁচাতে এল না! কঁকিয়ে উঠেছিলেন মধ্যবয়স্ক স্বাধীন কুমার চৌধুরী। দুই মেয়ের মধ্যে সুতপা বড়।

মেয়ে নিজের পায়ে দাঁড়াক, চেয়েছিলেন তিনি। সুতপাও কোনওদিন পড়াশোনার নিরিখে হতাশ করেনি। মেয়ের নিথর দেহের সামনে দাঁড়িয়ে কান্নায় ফেটে পড়েছিলেন তিনি। মঙ্গলবার বহরমপুর আদালতের বাইরে ফের একবার চোখের জলে ভাসলেন তিনি।

Nursing Student Death : সুতপার পর এবার সায়নী, ফের রায়গঞ্জে নার্সিং পড়ুয়ার দেহ উদ্ধার! রহস্য
‘আমি চাই ওর ফাঁসি হোক’, দোষী সাব্যস্ত হওয়া সুশান্ত প্রসঙ্গে মন্তব্য মেয়ে হারানো বাবার। স্বাধীন কুমার চৌধুরী বলেন, “আমি চাই ওর ফাঁসি হোক যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। কোনও বাবা মায়ের কোল এভাবে যাতে খালি না হয়ে যায়।”

তবে অনেক কম সময়ে সুতপার খুনিকে ধরা থেকে শুরু করে তার শাস্তি, বিচারব্যবস্থার উপর যে তার আস্থা আরও মজবুত হয়েছে, এমনটাই জানালেন তিনি। উল্লেখ্য, ২ মে সুতপাকে ফোন করে ডেকেছিল সুশান্ত। এই মামলায় ৩৪ জনের সাক্ষী নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরাও এগিয়ে আসেন এই মামলায় তদন্তকারীদের সাহায্যের জন্য।

Sutapa Murder Case : ৪২ কোপ, হাতে পাবজি গান!
পুলিশ তদন্তে নেমে জানতে পারে, দীর্ঘ পরিকল্পনা করেছিল সুশান্ত। বহরমপুরেই ঘরভাড়া নিয়ে থাকতে শুরু করেছিল সে। নজর রাখত সুতপার উপরে। এরপর ছক কষেই বান্ধবী সুতপাকে খুন করে সে, তদন্তে উঠে আসে এমনই তথ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *