Tarapith Temple : কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, প্রকাশ্যে মদ খেলেই… – police will take strict action against drunk and drug addict on kaushiki amavasya 2023 at tarapith temple


সামনেই কৌশিকী অমাবস্যা। বছর বছর এই দিনটিতে ব্যাপক ভক্ত সমাগত হয় বীরভূমের তারাপীঠে। সেক্ষেত্রে এই বছরও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছে মন্দির কমিটি ও প্রশাসন। অন্যদিকে আবার মদ, গাঁজা ও অন্যান্য মদকের নেশায় আসক্ত বহু মানুষও বিশেষ এই দিনে ভিড় করেন সেখানে। প্রকাশ্যেই নেশার আসর বসানোর অভিযোগ ওঠে। আর এই মাদকাসক্তদের উৎপাতে অনেক সময়ই সমস্যায় পড়তে হয় সাধারণ তীর্থযাত্রী ও পর্যটকদের। এবার তাই মাদকাসক্তদের দৌরাত্ম্য ঠেকাতে কড়া পদক্ষেপের পথে পুলিশ-প্রশাসন। কৌশিকী অমাবস্যায় প্রকাশ্যে মদ-গাঁজা বা অন্য কোনও মাদকের আসর চোখে পড়লেই সরাসরি পাকড়াও করতে পারে পুলিশ। এমনকী ঠাঁই হতে পারে শ্রীঘরেও।

জেলা আবগারি দফতরের হিসেব অনুযায়ী, রামপুরহাটের মনসুবা মোড় থেকে তারাপীঠের বেসিক মোড় পর্যন্ত ২২টি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান রয়েছে। এছাড়াও কিছু অবৈধ কাউন্টার রয়েছে বলেও অভিযোগ। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মদ বিক্রি হয় ওই এলাকায়। আর কৌশিকী অমাবস্যার মতো বিশেষ দিনে ৩ কোটি টাকারও বেশি মদ বিক্রি হয়। পাশাপাশি শ্মশান-সহ গোটা তারাপীঠে গাঁজা, ব্রাউনসুগার ও হেরোইনও বিক্রি হয় বলে অভিযোগ।

Tarapith Kali Mandir : তারা মা ফিরলেন ঘরে! তারাপীঠ মন্দিরে খুশির হওয়া, উচ্ছ্বাস ভক্তদের
মাদকাসক্তদের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের একটা বড় অংশের অভিযোগ, দিনে কিছুটা রাখঢাক থাকলেও, সূর্যডোবার পর প্রকাশ্যেই শুরু হয় নেশার আসর। এমনকী স্থানীয় একটি পার্কেও নেশার আসর বসার অভিযোগ উঠেছে। ফলে ইচ্ছা থাকলেও পর্যটকরা সেখানে বেড়াতে যেতে ভয় পান। তবে এবার কৌশিকী অমাবস্যা সংক্রান্ত প্রস্তুতি বৈঠকে এই বিষয়ে সরব হন অনেকেই। স্থানীয়রা অনেকেই অভিযোগ করেন, এর ফলে একদিকে যেমন এলাকাবাসী, বিশেষত মহিলারা আতঙ্কের মধ্যে থাকছেন, অন্যদিকে পর্যটন ক্ষেত্র হিসেবেও নাম খারাপ হচ্ছে তারাপীঠের। এর ফলে এখানকার পর্যটনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা অনেকের।

Raiganj News: মদের আড্ডায় ডেকে পুরুষাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, চাঞ্চল্যকর অভিযোগ তাহেরপুরে
ড্রোন দিয়েও নজরদারি

সেই বৈঠকে যত্রতত্র মদের আসর নিয়ে সোচ্চার হতে দেখা গিয়েছে টিআরডিএ-র চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়কে। তিনি বৈঠকে উপস্থিত পুলিশ কর্তাদের এই বিষয়ে সতর্ক হওার কথা বলেন। আর শুধু কৌশিকী অমাবস্যাই নয়, বছরের অন্যান্য সময়েও যাতে প্রকাশ্য নেশার আসর না বসে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য পুলিশের কাছে আবেদন জানান তিনি। অন্যদিকে এই বিষয়ে রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্র ডানান, প্রকাশ্যে মদের আসর বসলেই ব্যবস্থা নেবে পুলিশ। কৌশিকী অমাবস্যার সময় পুলিশের পাশাপাশি ড্রোন দিয়েও চালানো হবে নজরদারি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *