Terracotta Art Bankura : টেরাকোটা টাইলসে অপু-দুর্গা-গুপি-বাঘা, চমক দিচ্ছেন বাঁকুড়ার শিল্পীরা – at panchmura the famous terracotta village of bankura artists are creating scenes from pather panchali to gupi gain bagha bain


দুর্গাপ্রসাদ মুখোপাধ্যায়, বাঁকুড়া
পথের পাঁচালি থেকে শুরু করে গুপি গাইন বাঘা বাইনের দৃশ্য। কিংবা নন্দলাল বসু, সুকুমার রায়, যামিনী রায়ের আঁকা ছবি। যেমন অর্ডার, টাইলসে ফুটে উঠবে তেমনই। এই টাইলস তৈরি হচ্ছে বাঁকুড়ার বিখ্যাত টেরাকোটা গ্রাম পাঁচমুড়ায়। টেরাকোটা শিল্পের পীঠস্থান এখন শুধু ঘোড়া, হাতি, হাঁড়ি, কলসিতে থেমে নেই। ভাবনায় বৈচিত্র এনে শিল্পীরা এখন তৈরি করছেন গৃহসজ্জার নানা সামগ্রী। ঘরের ভিতর বা বাহির, দেওয়ালের চরিত্রই পাল্টে দিচ্ছে পাঁচমুড়ার টাইলস।

Durga Puja 2023 : উত্তর-দক্ষিণ ২ বঙ্গের ঠাসা বরাত, নন্দকুমারের গৌরাঙ্গের হাতের জাদুতে সেজে উঠবে একাধিক মণ্ডপ
বাঁকুড়ার তালডাংরা ব্লকের পাঁচমুড়া গ্রামের কুমোরপাড়ায় রয়েছে ৮২টি পরিবার। সেই পরিবারগুলিই পোড়ামাটির শিল্পের সঙ্গে যুক্ত। এখানকার টেরাকোটার কদর রয়েছে বিদেশেও। এক সময় কেবল পোড়ামাটির হাতি, ঘোড়া, বাঘ, মনসার ঘট, মনসার ঝাড়, ষষ্ঠিপুতুল, ফাইটিং বুল, হাড়ি, কলসি তৈরি হতো পাঁচমুড়ায়। সে সব আজও তৈরি হয়, তবে সময়ের চাহিদায় শিল্পে এসেছে আধুনিকতার ছোঁয়া। ঘর সাজানোর জন্য তৈরি টাইলসেও বদল এনে চমক দিচ্ছেন কয়েকজন শিল্পী।

Durga Puja In Bengal : কাটোয়ার কাঠের দুর্গা পাড়ি দিচ্ছে মালয়েশিয়ায়, শিল্পী পেলেন মোটা পারিশ্রমিক
আগে ছোট ছোট টাইলস তৈরি হতো। পাজল ব্লকের মতো সেগুলি জুড়ে দেওয়া হতো দেওয়ালে। এখন বড় মাপের টাইলসও তৈরি হচ্ছে। বিষ্ণুপুরের মন্দির গাত্রের কারুকাজ, গ্রামের দৃশ্যের পাশাপাশি টেরাকোটা টাইলসে ফুটে উঠছে পথের পাঁচালির অপু-দুর্গা, গুপি গাইন বাঘা বাইন সিনেমার দৃশ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চণ্ডালিকার দৃশ্যও ধরা পড়েছে টাইলসে। জায়গা পাচ্ছে সুকুমার রায়, যামিনী রায়, নন্দলাল বসুর আঁকা ছবি।

Sanjeeta Bhattacharya Jawan : বলিউডে মেগা ডেবিউ, শাহরুখের পাশে এই বঙ্গতনয়া কে?
হুগলির কোন্নগর পুরসভার অন্দরসজ্জায় ব্যবহার করা হয়েছে পাঁচমুড়ার টাইলস। তাতে রয়েছে গুপি গাইন বাঘা বাইন, পথের পাঁচালির অপু-দুর্গার রেলগাড়ি দেখতে যাওয়ার মতো দৃশ্য। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিডিও অফিস সেজেছে টেরাকোটা টাইলসে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভবন, সার্কিট হাউজেও ব্যবহার করা হয়েছে এই টাইলস।

পাঁচমুড়ার শিল্পী ভূতনাথ কুম্ভকার বলেন, ‘টেরাকোটা টাইলসের বাজার ভালো। বাঁকুড়া ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে অর্ডার আসে। বিভিন্ন সরকারি দপ্তর ছাড়া ব্যক্তিগত ভাবে অনেকে বাড়ির দেওয়ালে বসানোর জন্য টাইলসের অর্ডার দেন। কেউ ফোনে, কেউ সোজা গ্রামে এসে অর্ডার দিয়ে যান।’ একটি বড় টাইলসের কাজ শেষ করতে প্রায় একমাস সময় লাগে বলে জানিয়েছেন ভূতনাথ। ওই পাড়ারই শিল্পী বুদ্ধদেব কুম্ভকার, বাউলদাস কুম্ভকার বলেন, ‘কাজটা সময়সাপেক্ষ। তবে টাইলসের মাপ ও ডিজাইন খরিদ্দার যেমন চান ঠিক তেমনই বানিয়ে দিই আমরা।’

Micro art on Rice Grain : ভারতীয় পার্লামেন্ট থেকে তাজমহল! সবই তৈরি চাল দিয়ে, তাক লাগালেন রিষড়ার শিল্পী
বাঁকুড়া সদর থানার দামোদরপুর গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক সৌমেন রক্ষিত চর্চা করেন লোকসংস্কৃতি নিয়ে। তিনি বাড়ি সাজিয়েছেন টেরাকোটার টাইলসে। তাতে রয়েছে বিষ্ণুপুরের শ্যামরায় মন্দির গাত্রের রাসলীলার চিত্র। সৌমেন বলেন, ‘টেরাকোটার টাইলসে আগ্রহ তৈরি হওয়ায় যোগাযোগ করেছিলাম শিল্পীর সঙ্গে। ছবিটি আমারই পছন্দ করা।

Duttapukur Blast Update : বাজি ল্যাব ইটভাটায়! ভেঙে দিল ক্ষিপ্ত জনতা
রাসলীলার এই ছবি অসাধারণ ও দুর্লভ। সব টেরাকোটা মন্দিরে পাওয়া যায় না।’ কলকাতার টালিগঞ্জের বাসিন্দা সায়রী মণ্ডল তাঁর বাড়ির দেওয়াল সাজিয়েছেন পাঁচমুড়ার টাইলসে। বলেন, ‘কলকাতায় পরিচিত একজনের বাড়িতে প্রথম দেখি। তার পর যোগাযোগ হয় পাঁচমুড়ার এক শিল্পীর সঙ্গে। ওই শিল্পী আমাকে বেশ কয়েক রকম টাইলসের ছবি পাঠান। তার থেকে আমি পছন্দ করি।

Bankura News : ডিঙি চেপে যাতায়াত, বাঁকুড়ায় নদীর চরে থাকা স্কুলে কমছে শিক্ষক-পড়ুয়ার সংখ্যা
যামিনী রায়ের আঁকা ছবির অনুকরণে কয়েকটি ছোট টাইলসও নিয়েছিলাম।’ টেরাকোটার প্রতি টান রয়েছে কলকাতার সল্টলেকের বাসিন্দা সুদীপ মল্লিকের। সল্টলেকে তাঁর বাড়ির দেওয়ালে রয়েছে পাঁচমুড়ার টাইলস। সুদীপ বলেন, ‘পাঁচমুড়ার ঐতিহ্য একেবারে ইউনিক। এমন টাইলস দেওয়ালে থাকলে বাড়ির সৌন্দর্য বাড়িয়ে দেয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *