Duttapukur Blast News : ‘বাজি বিস্ফোরণ নয়, যা হয়েছে গ্যাস সিলিন্ডার…!’ দত্তপুকুরকাণ্ডে ‘আজব’ দাবি কেরামতের স্ত্রীর – duttapukur blast three gas cylinder busted claims deceased cracker businessman second wife


রবিবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর। মোচপোলের পশ্চিমপাড়া এলাকার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে নয়জনের মৃত্যু হয়। বিস্ফোরণে সপুত্র মৃত্যু হয়েছে বেআইনি বাজি ব্যবসায়ী কেরামত আলির। বিস্ফোরণের তিনদিনের মাথায় এবার চাঞ্চল্যকর দাবি করলেন মৃত কেরামতের স্ত্রী জোবেদা বিবি। তাঁর দাবি, ওখানে কোনও বাজি বিস্ফোরণ হয়নি। গ্যাস সিলিন্ডার ফেটেই মৃত্যু হয়েছে তার স্বামী সহ অন্যান্যদের। এই দাবি শুনে নিঃসন্দেহে তদন্তকারী পুলিশ অফিসাররাও তাজ্জব হয়ে যাবেন।

Duttapukur Blast : হাত খরচের টাকার ‘লোভ’-ই হল কাল, বাবার বাজি কারখানায় কাজ করতে গিয়ে প্রাণ গেল মূল অভিযুক্তের ছেলের
স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে সেখানে গ্যাস সিলিন্ডার কোথা থেকে এল? কেরামতের দ্বিতীয় স্ত্রী বলেন, ‘শামসুলের বাড়ি ভাড়া নিয়ে বাজি প্যাকেটিংয়ের কাজ চলত। ঘটনার সময় শামসুলের স্ত্রী রান্না করছিলেন। আর তখনই এই ঘটনা ঘটে। একটা নয় তিন তিনটে সিলিন্ডার একসঙ্গে বিস্ফোরণ হয়। তাই এই ঘটনা ঘটে। আমি জানতাম সেই সময় সেখানে রান্নার কাজ হচ্ছিল।’

কেরমাত বাজি ব্যবসার ‘কিংপিন’, তা মানতে নারাজ তাঁর দ্বিতীয় স্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি সেলাইয়ের কাজ করি আর স্বামী বাজির কারখানায় কাজ করতেন। কয়েকমাস হয়েছে কেরামত আলি এই বাজির কারখানায় কাজ করে। আগে পুকুর লিজ নিয়ে মাছের চাষ করত। স্বামীকে হারিয়ে তিন সন্তানকে নিয়ে এখন কী করব বুঝে উঠতে পারছি না। সরকারের তরফে আমার চাকরি বা অর্থ সাহায্যের বন্দোবস্ত করা হোক। নইলে তিন সন্তানকে নিয়ে আমি সমস্যায় পড়ব।’

Duttapukur News : ফ্রিজেই পড়ে মাংসের বাটি, প্রেমিকার সঙ্গে ঘর বাঁধা হল না রবিউলের
কেরামত আলির দ্বিতীয় স্ত্রীয়ের দাবি নিঃসন্দেহে তদন্তকারী আধিকারিকদের ভাবাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। যদিও পুলিশের তরফে এখনও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না, তা স্পষ্ট করে জানা যায়নি। স্থানীয় সূ্ত্রে জানা গিয়েছে, কেরামতের দুটি বিয়ে। ১৭ বছর আগে প্রথম পক্ষের স্ত্রীয়ের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। বিস্ফোরণে মৃত কেরামতের ছেলে রবিউল আলি তাঁর প্রথম পক্ষের সন্তান। স্বামীর মৃত্যুর পর এখন তিন সন্তানের ভবিষ্যত নিয়েই চিন্তিত জোবেদা।

Duttapukur Blast News : দত্তপুকুর বিস্ফোরণের বাড়ছে মৃত্যু, অভিযুক্ত সামসুর-আজিবর কারা?
যদিও এই এলাকায় কান পাতলেই শোনা যায় কেরামতের কেরামতির কথা। মূলত তার হাত ধরেই শ্রমিক সরবরাহ হত। মুর্শিদাবাদের সঙ্গে দত্তপুকুরের লিঙ্কম্যান এই কেরামতই। এই বাজি কারখানার সঙ্গে কেরামত আলি যোগসূত্র অনেকটাই গভীর বলে মনে করছেন তদন্তকারী পুলিশ আধিকারিকারা। স্থানীয়দের অনেকের দাবি, এখনই পুলিশ কঠোর পদক্ষেপ না নিলে কেরামতের বিকল্প তৈরি হতে খুব বেশি সময় লাগবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *