Jadavpur University News : CCTV-র জন্য যাদবপুরকে অর্থ মঞ্জুর রাজ্য সরকারের, বরাদ্দ প্রায় ৩৮ লাখ – west bengal government has granted 38 lakh rupees for cctv installation at jadavpur university


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগানোর তোড়জোড় শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে সিসিটিভি লাগানোর খরচ নিয়ে উদ্বেগে ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকী সূত্র মারফৎ জানা যায়, সিসিটিভি বসানোর জন্য অর্থসাহায্য চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদনও জানিয়েছিল বিশ্ববিদ্যালয়। আর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য ‘সুখবর’। সিসি ক্যামেরা লাগানো জন্য ওই খাতে প্রায় ৩৮ লক্ষ টাকা মঞ্জুর করল শিক্ষা দফতর।

কত টাকা বরাদ্দ হল?
নবান্ন সূত্রে খবর, এই বিষয়টি অর্থ দফতরের বিচারাধীন ছিল। অর্থ দফতর সবুজ সঙ্কেত দেওয়ার ফলে টাকা বরাদ্দ করতে আর কোনও বাধা রইল না। জানা গিয়েছে, মোট ৩৭ লক্ষ ৩৮ হাজার ৪৮৪ টাকা সরাসরি পৌঁছে যাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। চলতি সপ্তাহেই এই সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে টাকা মঞ্জুর হলেও সিসি ক্যামেরা লাগানোর কাজ কবে শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়।

Jadavpur University News : যাদবপুরের OAT-তে ৫০০ মদের বোতল! উপাচার্যের সাফাই, ‘বুঝতেই পারছেন…’
দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি সংস্থাকে

কিন্তু কবে থেকে বসবে সিসিটিভি? এই বিষয়ে দিন কয়েক আগে যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ জানান, তিনি অনুমোদন দিয়েছেন। তবে সেগুলি কবে থেকে বসানো হবে, সেই বিষয়ে যাঁরা দায়িত্বপ্রাপ্ত তাঁরা বলতে পারবেন। একইসঙ্গে ওএটি-তে ক্যামেরা বসানো হবে কি না, সেই প্রশ্নের উত্তরে উপাচার্য বলেছিলেন, গেটের কাছে যদি সিসিটিভি রাখা হয় এবং মাদক দ্রব্য পরীক্ষা করার কোনও ব্যবস্থা কার যায়. তাহলে ওএটি-তে না দিলেও চলতে পারে। যাদবপুরে সিসিটিভি লাগানোর বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি সংস্থা ওয়েবেলকে।

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সরগরম রাজ্যের শিক্ষামহল। ব়্যাগিংয়ের জেরেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই বেশকয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ মনে করছে, ঘটনায় আরও অনেকে যুক্ত থাকতে পারে। সেক্ষেত্রে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের নামও জানার চেষ্টা করা হচ্ছে।

Abhishek Banerjee : ‘আমরা যাদবপুরে সিসিটিভি লাগাবোই,’ চ্যালেঞ্জ অভিষেকের
অন্যদিকে ঘটনায় ইতিমধ্যেই চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যাদবপুরে সিসিটিভি বসানোর দাবি উঠেছে। এমনকী তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে, যাদবপুরে সিসিটিভি বসানো হবেই, বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরই প্রকাশ্যে এল এই খবর। এখন দেখার কবে বসানো হয় সিসিটিভি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *