Rabindra Sangeet : রবীন্দ্রসংগীতের কথা বদলাতে চান মমতা! ইমনের মতে, ‘শোভনীয় নয়’ – iman chakraborty reaction on mamata banerjee appeal to change rabindra sangeet lyrics


‘পশ্চিমবঙ্গ দিবস’ কবে হওয়া উচিত, তা নিয়ে মঙ্গলবার বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বাংলার জন্য কোনও ‘রাজ্য সংগীত’ করা যায় কি না, সেই বিষয়টিও উত্থাপিত হয়। বৈঠকে একটা সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ঘোষণাই করে ফেলেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘বাংলার মাটি বাংলার জল’ গানটিকেই রাজ্য সংগীত হিসাবে গাওয়া হবে। কিন্তু তা নিয়েও শেষ পর্যন্ত সহমত হতে পারেননি বৈঠকে উপস্থিত বিশিষ্ট জনেরা। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন, ‘বাংলার মাটি বাংলার জল’ গানটির কয়েকটি শব্দ বদলাতে। ‘বাঙালি’ শব্দটির বদলে ‘বাংলা’ শব্দের প্রয়োগ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই প্রস্তাব নিয়ে শেষ পর্যন্ত সহমতে পৌঁছন যায়নি। তাই এই বিষয়টি পিছিয়ে যায়।

যা বললেন ইমন চক্রবর্তী
এদিকে মুখ্যমন্ত্রীর এহেন প্রস্তাবের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট গানের কথাকে কি পরিবর্তন করা যায়, না কি করা উচিত? এই প্রসঙ্গে সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী বলেন, ‘তিনি (মুখ্যমন্ত্রী) যে মোটিভ থেকে বলতে চেয়েছেন, সেটার সঙ্গে আমার কোনও দ্বিমত নেই। কিন্তু রবীন্দ্রনাথের গানের কথার পরিবর্তন করাটাও খুব একটা শোভনীয় কাজ হবে বলে আমার মনে হয় না।’

West Bengal Day : ‘পশ্চিমবঙ্গ দিবস’ পয়লা বৈশাখেই, সিলমোহর সিংহভাগের
ইমন বলেন, ‘এখানে বাঙালি মানে কিন্তু, আমার যতদূর ধারণা, বাংলায় যাঁরা যাঁরা বাস করেন, সেটা যে কোনও পেশা, যে কোনও ভাষা, যে কোনও ধর্ম, যে কোনও বর্ণ…। যে মুহূর্তে কেউ বাংলায় বসবাস করছেন, যদি তিনি মনে প্রাণে বাংলাকে ভালোবাসেন, তাহলেই তিনি বাঙালি। শুধুমাত্র ভাষাটা বাংলা বলে তিনি বাঙালি, এই রকমটা আমি মনে করি না। রবীন্দ্রনাথের গানের কথা, বাঙালির প্রাণ বাঙালির মন, এটা একটা পুরো বাঙালি জাতিকে বোঝানো হয়েছে, এবং যাঁরা মনেপ্রাণে বাঙালি তাঁদেরকেই বোঝানো হয়েছে। তাই সেক্ষেত্রে এটা পরিবর্তন না করলেই ভাল।’

শ্রাবণী সেন বললেন ‘নো কমেন্ট’

এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে আরও এক রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেনের সঙ্গেও যোগাযোগ করা হয়। যদিও তিনি এই বিষয়ে কোনওরকম মন্তব্য করতে চাননি। তাঁকে প্রশ্ন করা হয়, রবীন্দ্রনাথের গানের কথা কি পরিবর্তন করা যায়? উত্তরে শিল্পী বলেন, ‘আমি তো জানি যায় না।’

Bengali Folk Song : লোকগান শুনতে ভালোবাসেন? লাল পাহাড়ির সুরে জমে যাক আজকের সন্ধ্যা
‘কবিগুরুর গান, কবিগুরুরই গান’
অন্যদিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিসট্যান্স অ্যান্ড অনলাইন এডুকেশনের সংগীত বিভাগের লেকচারার দীপালি কর্মকার বলেন, ‘কবিগুরুর গান, কবিগুরুরই গান। অনেকেই একটু আধটু পরিবর্তন করেন, কিন্তু কথা পরিবর্তন…। আমরা বা ভারতবাসী বা বিশ্ববাসী, প্রত্যেকেই রবীন্দ্রসঙ্গীত একরকম ভাবে শুনে অভ্যস্ত, সেখানে হঠাৎ করে কথা পালটে গেলে কানে শুনতেও অনভ্যস্ত লাগবে। আমার তো মনে হয় না, রবীন্দ্রনাথের গানের কথা এভাবে পালটানো যায়।’

প্রসঙ্গত, মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন জয় গোস্বামী, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, সুবোধ সরকার, আবুল বাশার, সুগত বসু, শুভাপ্রসন্ন, গৌতম ঘোষ, প্রচেত গুপ্ত, রাজ চক্রবর্তী, সুদেষ্ণা রায়ের মতো শিল্প ও সাহিত্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *