Senco Gold: পুজোর মুখে সংস্থার দুই শোরুমে ডাকাতি, অবশেষে মুখ খুললেন সেনকোর কর্তা – senco gold and diamonds comments after the dacoity incident in two of their showroom


এক দিনে সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মন্ডসের দুই দোকানে দুঃসাহসিক ডাকাতি। রাজ্যে পর ডাকাতদের নিশানায় সোনার দোকান। এবার একইসঙ্গে দুই জেলায় একই কায়দায় সেনকে গোল্ডের মতো নামী ব্র্যান্ডের স্বর্ণ বিপণিতেও ডাকাতির ঘটনায় আতঙ্ক গোটা রাজ্যেই। এমন ভয়াবহ ঘটনা নিয়ে মুখ খুললেন সেনকো কর্ণধার।
Senco Gold & Diamonds: আতঙ্ক-আশঙ্কা নিয়েই কাজে সেনকোর কর্মীরা, মোট কত গয়না-টাকা লুঠ হয়েছিল জানেন?
জনপ্রিয় গয়না প্রস্তুতকারক সংস্থার সঙ্গে এই সময় ডিজিটালের তরফে যোগাযোগ করা হলে সেনকোর তরফে জানানো হয়, ‘ভয়াবহ ঘটনা। পুরুলিয়া ও রাণাঘাটে আমাদের দুই ফ্র্যাঞ্চাইজি শোরুমে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে মঙ্গলবার। ঘটনার তদন্ত করছে পুলিশ। প্রশাসনের সঙ্গে আমরাও যোগাযোগ রাখছি। দুষ্কৃতীরা শীঘ্রই ধরা পড়বে বলে আমাদের আশা।’ এখানেই শেষ নন, সংস্থার তরফে মুখপাত্র জানান, ‘এই ঘটনার পরও সবথেকে গুরুত্বপূর্ণ এবং স্বস্তির এটাই যে আমাদের সব কর্মীরা সুরক্ষিত এবং সুস্থ আছেন।’
Ranaghat Robbery Case : পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলির লড়াই, দেখুন হাড়হিম করা ভিডিয়ো

মঙ্গলবার দুপুরে পুরুলিয়া ও রাণাঘাটে সেনকোর শোরুমে আচমকা হামলা চালায় ডাকাত দল। আগ্নেয়াস্ত্র নিয়ে, নিরাপত্তারক্ষীদের বেঁধে মারধর করে চলে দোকানের ভিতর লুঠপাট। মারধর করা হয় কর্মীদেরও বলে অভিযোগ। গয়না বার করতে দেরি হওয়ায় রাণাঘাটের শোরুমে এক কর্মীর মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা হয়। এমনকী মহিলা কর্মচারীদের হাত থেকে মোবাইলও কেড়ে নেওয়া বলে অভিযোগ। দোকানের মধ্যে রীতিমতো গানপয়েন্টে রেখে কর্মীদের হুমকি দেওয়া হয়। প্রায় কুড়ি মিনিট থেকে আধ ঘণ্টা ধরে চলে লুঠপাট। বাধা দিতে গিয়েই প্রহৃত হন কর্মীরা। দোকানের মধ্যে ভয়ের পরিবেশ বজায় রাখতে দুষ্কৃতীরা মাঝে মধ্যেই গুলি চালাচ্ছিল বলে জানা গিয়েছে।
Senco Gold Robbery: ‘একটা আওয়াজ বের করলে শেষ করে দেব…’, ডাকাতদের তাণ্ডব দেখে আতঙ্ক কাটছে না কর্মীদের

সূত্রের খবর, দুই শোরুম থেকে প্রায় পাঁচ ছয় কোটি টাকা থেকে আট কোটি টাকার মতো সোনা, হিরে ও অন্যান্য ধাতব গয়না লুঠ করে নিয়ে যাওয়া হয়। দুই শোরুম থেকেই একই কায়দায় ক্যাশ থেকেও লুঠ করা হয় প্রায় সাড়ে চার লাখ টাকা করে নগদ। রাণাঘাটের শোরুমের ডাকাতি চলাকালীন পুলিশ পৌঁছে যাওয়ায় দোকানে থাকা ১৬ কেজি গয়নার মধ্যে আট কেজি গয়না ও টাকা নিয়েই চম্পট দেয়।
Senco Gold & Diamonds: টার্গেট সেনকো গোল্ড, দুই জেলায় শোরুম থেকে লুঠ কোটি কোটি টাকার গয়না

তড়িঘড়ি পালানোর সময় লাগাতার প্রায় চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তাও ধাওয়া করে চার দুষ্কৃতী ও পরে পঞ্চম দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি পলাতক দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি। উদ্ধার হয়েছে টাকা ও গয়না ভর্তি একটি ব্যাগ। তবে পুরুলিয়ার ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। দুই ঘটনার পিছনে একই গ্যাং কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *