Senco Gold Robbery : ফুলপ্রুফ প্ল্যান, ভুয়ো পরিচয়ে রানাঘাটে ঘরভাড়া নিয়ে সেনকোয় লুঠের ছক ভাজে ডাকাতরা – ranaghat senco gold robbery incident the police arrested a house owner and started questioning


নদিয়া জেলার কল্যাণীতে বাড়ি ভাড়া নিয়ে সেখানে বসেই ছক কষা হয়েছিল সেনকো গোল্ডে ডাকাতির। শোরুম লুঠের ঘটনার তদন্তে নেমে এমনই জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে ওই বাড়ির মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। ওই বাড়ির বাকি ভাড়াটেদের থেকে জানা গিয়েছে, দেড় মাস আগে দু’টি ঘর ভাড়া নিয়েছিল পাঁচ অবাঙালি যুবক। এই ঘরগুলি অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া ও খুবই ছোট। কল্যাণীতে এই ধরনের ঘরে প্রায়ই থাকতে আসেন বিহার, ঝাড়খণ্ড থেকে কাজ খুঁজতে আসা শ্রমিকেরা। তাই কারও মনে কোনও সন্দেহ হয়নি।

Senco Gold: পুজোর মুখে সংস্থার দুই শোরুমে ডাকাতি, অবশেষে মুখ খুললেন সেনকোর কর্তা
এদিন পুলিশ আসার পরেই সবাই সব ঘটনা জানতে পারেন। সেই সঙ্গে বাড়ির মালিক গোপাল শেঠকে আটক করা হয়। এই বিষয়ে ওই বাড়ির এক ভাড়াটে বলেছেন, ‘বেশ কয়েক দিন ধরে এদের থাকতে দেখছিলাম। তবে কারও সঙ্গে কখনও কথা হয়নি। ওরা বাইরের কারও সঙ্গে কথা বলত না। একেকদিন ৭ থেকে ৮ জনকে দেখেছি। তবে ভাবতে পারিনি এরা ডাকাতির সঙ্গে যুক্ত থাকতে পারে। আজ পুলিশ এসে সব কিছু বলাতে জানতে পারলাম’। উল্লেখ্য, রানাঘাটের ঘটনায় সাত জনের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ।

Ranaghat Robbery Case : পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলির লড়াই, দেখুন হাড়হিম করা ভিডিয়ো
কিন্তু পুরুলিয়ার ঘটনায় এখনও দুষ্কৃতীদের নাগাল পায়নি পুলিশ। জানা গিয়েছে, পুরুলিয়াতে ডাকাতির দুদিন আগে দুষ্কৃতীরা এসে শোরুমে ঘুরে গিয়েছিল। ডাকাতির দিনেও আগেই এসেছিল দুজন গয়না কেনার অছিলায়। আর তারপর ৭ জন মিলে একসঙ্গে ডাকাতি করে। এদের খোঁজ না পাওয়া গেলেও CCTV ফুটেজ খতিয়ে দেখে তদন্ত এগোনো হচ্ছে। সেই সঙ্গে রানাঘাটে ধরা পড়া ডাকাতদের থেকে পুরুলিয়ার ডাকাতদের নিয়ে কী কী তথ্য পাওয়া যায়, সেই তদন্তও চলছে। পুরুলিয়ার ওই শোরুম থেকে প্রায় ৮ কোটি টাকার গহনা নিয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে।

Senco Gold & Diamonds: টার্গেট সেনকো গোল্ড, দুই জেলায় শোরুম থেকে লুঠ কোটি কোটি টাকার গয়না
রানাঘাটের মতোই পুরুলিয়ারও এই এলাকার কাছে পিঠে কোথাও ঘাঁটি গেড়েছিল ডাকাতদল। সেই কারণে পুরুলিয়া শহর ও আশেপাশের এলাকাতে কোথায় কোথায় বাড়ি ভাড়া দেওয়া হয়, সেই নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। এদিকে, পুলিশ জানিয়েছে, ধৃত পাঁচজনেরই বাড়ি বিহারের বৈশালী জেলায়। কল্যাণীতে বাড়ি ভাড়া নিয়েই রানাঘাটে রেইকি করেছিল দলটি। পুরুলিয়ার ডাকাতদের ধরার জন্য রানাঘাট থেকে ধৃত ডাকাতদের কড়া জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *