Trinamool Congress : মা-মেয়েকে কান ধরে ওঠবোস করানোর অভিযোগ! কাঠগড়ায় বাগুইআটির TMC কাউন্সিলর – bmc trinamool councillor allegedly assaulted baguiati kestopur mother and daughter


বেআইনির কাজের প্রতিবাদ করায় হেনস্থার মুখোমুখি মা ও মেয়ে। বিধাননগর পুরসভার এলাকার বাগুইআটি কেষ্টপুর অঞ্চলে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দিকে। এই ঘটনায় কেষ্টপুর এলাকার ১৭ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আশুতোষ নন্দীর দিকে অভিযোগের আঙুল উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধাননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কেষ্টপুর প্রফুল্ল কানন অঞ্চলে বেআইনি কাজের প্রতিবাদ করেছিলেন মেয়ে ও মা। সেই কারণে মেয়ে ও মাকে ওই ওয়ার্ডের কাউন্সিলর আশুতোষ নন্দীর পা ধরতে হয় বলে অভিযোগ। এমনকী কান ধরে ক্ষমা চাইতে হয় তাঁদের। শুধু তাই নয়, কাউন্সিলর ঘনিষ্ঠরা মা ও মেয়েকে মারধর করেছেন বলেও অভিযোগ।

Hooghly News : ব্যবসায়ীর কলার ধরে তোলা দাবি TMC কাউন্সিলরের স্বামীর! প্রকাশ্যে CCTV ফুটেজ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাউন্সিলর ও তাঁর অনুগামীদের শিকার হন প্রফুল্ল কানন এলাকার বাসিন্দা অঙ্কিতা সরকার ও তাঁর মা। তাঁদের বাড়ির পাশে ‘বেআইনি’-ভাবে গড়ে ওঠা একটি বহুতল নির্মাণের প্রতিবাদ করার ঘটনা থেকেই সমস্যার সূত্রপাত। নিগৃহীতেদর অভিযোগ, কেন বহুতল নির্মাণের প্রতিবাদ করেছেন, তা জানতে চেয়ে অঙ্কিতা ও তাঁর মাকে কার্যালয়ে ডেকে পাঠান স্থানীয় তৃণমূল কাউন্সিলর আশুতোষ নন্দী। সেখান অঙ্কিতাকে একটি ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় বলেও অভিযোগ।

Duttapukur Blast : দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, এখনও পর্যন্ত মৃত ৬
অঙ্কিতার অভিযোগ, তাঁকে একটি ঘরে বন্ধ করে মারধর করা হয়। কাউন্সিলরের ঘনিষ্ঠ মহিলারা তাঁর উপর শারীরিক নির্যাতন চালায়। এরপর কাউন্সিলরের সামনে কান ধরে ক্ষমা চাইতে হয় তাঁকে। এমনকী কেন তিনি প্রতিবাদ করেছেন তার জন্য কাউন্সিলরের পা ধরতে বাধ্য করা হয় তাঁকে। অঙ্কিতার আরও অভিযোগ, জনসমক্ষে কাউন্সিলর দাবি করেন, লাকায় বেআইনি কাজ হবে এবং কাউন্সিলরের মদতেই তা সম্পন্ন হবে।

মা ও মেয়ের আরও অভিযোগ, ওই ঘটনার পর থেকে তাদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি বলা হচ্ছে তাদের প্রায় ৬০ বছরের পুরনো বাড়ি বেআইনি। যে বহুতল গড়ে উঠছে সেটা আইনি। এই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন মেয়ে ও মা।শুধু ওই এই মেয়ে ও মা নয় এলাকার অন্য বাসিন্দারাও কাউন্সিলরের ভূমিকা অসন্তুষ্ট।

Bankura News : ফের প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল! বিষ্ণুপুরে তৃণমূলে যোগ ২ নির্দল কাউন্সিলরের
অঙ্কিতা বলেন, ‘বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় আমাকে কান ধরে ক্ষমা চাওয়ানো হয়েছে। পা ধরতে বাধ্য করা হয়েছে। সামনে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন কাউন্সিলর। এই ঘটনার পর থেকে আমরা খুবই আতঙ্কে রয়েছি। আমার পরিবারও আতঙ্কিত।’ যদিও এই নিয়ে কাউন্সিলর আশুতোষ নন্দীর প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *