অপহৃত পঞ্চায়েত প্রার্থীরা পালিয়ে বাড়ি ফেরার পথেই গুলিবিদ্ধ, TMC-র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার ইসলামপুর


ফের Uttar Dinajpur গুলি চালনার ঘটনা। ডালখোলার পর এবারে ইসলামপুর। গুলি চালনার ঘটনায় আহত দুই TMC কর্মী। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই এই গুলি চালনার ঘটনা বলে সূত্রে খবর।

Uttar Dinajpur News : ইসলামপুরে বিরাট পুলিশি অভিযান, গোষ্ঠী সংঘর্ষে ঘটনায় গ্রেফতার পঞ্চায়েত সদস্য সহ ২২ TMC কর্মী
কোথায় ঘটেছে এই ঘটনা?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই তৃণমূল কংগ্রেস সমর্থকদের ওপর গুলি চালানোর অভিযোগ দুস্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের কাপরাঙ্গা গ্রামে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই গুলি চালানোর ঘটনা বলে মনে করছে খোদ তৃণমূল নেতৃত্বরাই।

Uttar Dinajpur News : চোপড়ায় চা বাগানের দখল ঘিরে মালিক-শ্রমিক সংঘর্ষ, ব্যাপক গোলাগুলিতে জখম ১৩
কী অবস্থা গুলিবিদ্ধ TMC কর্মীদের?

অভিযুক্তরা চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের অনুগামী বলে পরিচিত বলে দাবি করেছে তৃণমূলের একাংশ। গুলিবিদ্ধ দুই জনকেই ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Uttar Dinajpur News : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল ইসলামপুর, বোমা-গুলির আঘাতে হাসপাতালে ১৫
তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ?

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়। জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল গোষ্ঠীর সঙ্গে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান গোষ্ঠীর বিবাদ চলছে শুরু থেকে। পঞ্চায়েত দখলের লক্ষ্যে কানাইয়া গোষ্ঠীর দুই পঞ্চায়েত সদস্যকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ।

কখন চলল গুলি?

বৃহস্পতিবার গোপন ডেরা থেকে পালিয়ে আসেন অপহৃতরা। পুলিশ তাঁদের ছেড়ে দেবার পর তারা দলীয় কর্মিদের নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুস্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন মজিবুল হক এবং বজরুল হক নামে দুই তৃণমূল কর্মী। যদিও এ বিষয়ে হামিদুল গোষ্ঠীর কোনও নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসলামপুরের তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেন জানান, চোপড়ার বিধায়কের অনুগামীরা এই গুলিটা চালিয়েছে।

WB Panchayat Board Video : বোমাবাজি থেকে প্রার্থী ‘অপহরণ’! বোর্ড গঠনে ধুন্ধুমার!

তবে, উত্তর দিনাজপুরে পঞ্চায়েত সদস্যকে অপহরণের ঘটনা নতুন নয়। চলতি মাসেই তিনজন BJP সদস্যকে এবং এক নির্দল সদস্যকে অপহরণের অভিযোগ ওঠে। অভিযোগ তোলা হয় তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ধনকৈল গ্রাম পঞ্চায়েত এলাকায়। পঞ্চায়েত সদস্যর নাম ধীরেন রায়, অষ্টমী রায়, আদোরি বর্মন ও পঞ্চমী রায় নামে চারজনকে অপহরণের অভিযোগ ওঠে৷ এবার তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। অপহৃত প্রার্থীরা পালানোর সময় গুলি লেগেছে বলে অভিযোগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *