৭০ ফুট উচ্চতার গাছে উঠে পড়ল বিড়াল! ডাকা হল দমকল, হুলস্থুল কাণ্ড চুঁচুড়ায়


Hooghly News : ঠেলায় পড়লে গোরুও গাছে ওঠে, তবে এখানে গোরু নয়, গাছে উঠে পড়ল বিড়াল। গাছের মগডালে উঠে সে আর নামেই না। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে হইচই কাণ্ড। শেষমেষ ডাকা হল দমকলকে। দমকল ডেকে উদ্ধার করা হল বিড়াল।

Hooghly News Today : পুজোর আগেই চুঁচুড়াবাসীর জন্য সুখবর! চালু হল দারুণ পরিষেবা
কী ঘটেছে ঘটনা?

হুগলির চুঁচুড়া গোয়ালটুলি এলাকায় রয়েছে একটি বিশাল ঝাউ গাছ। স্থানীয়রা দেখতে পান সেই ঝাউ গাছের মগডালে চড়ে বসেছে একটি বিড়াল। তারা অনেক চেষ্টা করেও বিড়াল নামাতে ব্যর্থ হন। আর এই খবর ছড়িয়ে পড়তে ভিড় করেন স্থানীয়রা। শেষমেষ নিরীহ প্রাণীটিকে তারা নামাতে না পেরে খবর যায় চুঁচুড়ার দমকলে। তারাও এসে প্রথমে কিছুটা বেগ পেতে হয়।

Raksha Bandhan 2023 : দৃষ্টিহীনদের রাখি বন্ধন, চাবিওয়ালা রবি পালের অভিনব উদ্যোগ চুঁচুড়ায়
দমকলের ভূমিকা কী?

উচ্চতায় প্রায় 70 ফুট ঝাউ গাছের মগডালে কিভাবে উঠে পড়ল বিড়াল তা কেউই বুঝে উঠতে পারছেন না। সূর্যের প্রখর রৌদ্রতাপে কার্যত গলদঘর্ম অবস্থায় পড়তে হয় দমকল কর্মীদের। প্রথমে লাঠির মধ্যে খাঁচা বেঁধে তা দিয়ে নামানোর চেষ্টা করে ব্যর্থ হতে হয়। পরে ফের পাইপে করে জল দিয়ে নামানোর চেষ্টা করলে তাতেও নামানো যায়না বেড়ালকে। অবশেষে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় নিচে কাপড় পেতে সুস্থ অবস্থায় নামিয়ে আনা হয় বিড়ালটিকে।

Hooghly Ferry Service: ‘যে কোনও দিন হবে বড় দুর্ঘটনা’, হুগলি নদী জলপথ পরিবহনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ BJP-এর
স্থানীয়দের কী বক্তব্য?

স্থানীয় এক বাসিন্দা বলেন, বাজারে যাবার সময় দেখি ম্যাও ম্যাও করে একটি বিড়াল ডাকছে। হ্যাঁ প্রথমে বিষয়টি বুঝতে পারিনি তারপর দেখি কাছের মগডালে বসে একটি বিড়াল ডাকাডাকি করছে। কিছুতেই নামতে পারছিল না। অন্যান্য বাসিন্দাদের ডেকে বেড়ালটিকে নামানোর চেষ্টা করেও কিছুতেই নামানো যায়নি। পরে আমরা দমকলে খবর দি।

প্রেম করে পালিয়ে বিয়ে, চপের দোকান ভাগ্য বাদলালো দম্পতির

দমকল কী বলছে?

দমকলের এক আধিকারিক জানান, আমাদের কাছে ফোন গিয়েছিল যে ঝাউ গাছের মাথার উপরে একটি বেড়াল উঠে বসে রয়েছে। আমরা সেটাকে উদ্ধার করার জন্য আসি। প্রায় ৭০ ফুট উঁচু গাছে থেকে নামাতে বেশ কিছুটা বেগ পেতে হয়। কারণ এতটাই উচ্চতা ছিল যে সেখানে যাওয়া যাচ্ছিল না। পরে সেটিকে নামিয়ে এনে ছেড়ে দেওয়া হয়।
তবে গোটা ঘটনা নিয়ে হইচই পড়ে যায় গোটা এলাকায়। স্থানীয়রা অনেকেই জানান, একটি নিরীহ প্রাণী এরকমভাবে গাছে আটকে পড়ায় সকলেই চিন্তিত হয়ে পড়েন। কী ভাবে বিড়ালটিকে গাছ থেকে নামানো যায়, সে ব্যাপারে অনেকেই চেষ্টা করে ব্যর্থ হন। অবশেষে দমকলের চেষ্টায় বিড়ালটিকে নামিয়ে আনায় নিশ্চিত হন স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *