সম্প্রতি হয়ে গিয়েছে আবার প্রলয়ের সাকসেস পার্টি। পার্টিতে ঋদ্ধিমাকে নিয়ে হাজির হয়েছিলেন গৌরব। সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। আবার প্রলয়ে কানু চরিত্রে দেখা গিয়েছে গৌরবকে। অন্যদিকে, মা হতে চলেছেন ঋদ্ধিমা (Ridhima Ghosh News)। ঋদ্ধিমাকে সময় দিতেই কম কাজ করছেন এখন গৌরব। ঋদ্ধিমার কতটা কেয়ার নিচ্ছেন গৌরব, জানালেন ঋদ্ধিমা (Abar Proloy Success Party)। পার্টিতে প্রথমে ঋদ্ধিমাকে আনতে চাননি গৌরব। ঋদ্ধিমার আবদারেই পার্টিতে তাঁকে নিয়ে গিয়েছিলেন গৌরব। আপনাদের জন্য রইল সেই ভিডিয়ো। বিস্তারিত জানুন। Watch The Entertainment Video. বিনোদন সংক্রান্ত যাবতীয় খবর সবার আগে পেতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে।