খেলতে খেলতে লকেট গিলে ফেলেছিল একরত্তি শিশু। এক ডাকে অভিষেকে ফোন করে সুরাহা হল। প্রাণে বাঁচল শিশুটি। হাওড়ার উলুবেড়িয়ার এক শিশু খেলতে খেলতে এক লকেট গিলে ফেলে। উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে এসএসকেএমে রেফার করা হয়। স্থানীয় যুব নেতার সাহায্যে অভিষেকের অফিসে ফোন করেন। তাতেই শিশুকে ভর্তি করতে এগিয়ে আসেন অভিষেকের অফিসের কর্মীরা।
Source link
