Abhishek Banerjee Trinamool Leader Once Again Appeals To Calcutta High Court


ফের আদালতের দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসে ইডি অভিযানের পর তৃণমূল নেতার এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। একই ইস্যুতে অভিষেকের দায়ের করা একটি মামলা আদালতে বিচারাধীন, তারধ্যেই আরও একটি মামলা দায়েরের আবেদন করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কিশোর দত্ত।

Abhishek Banerjee News : ‘CEO অভিষেকের বিরুদ্ধে কেন পদক্ষেপ নয়?’, ED-কে প্রশ্ন বিচারপতি সিনহার
জানা গিয়েছে, শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অভিষেকের আজকের আবেদন ও পূর্ববর্তী আবেদনের মধ্যে কোনও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। আদালত সন্তুষ্ট হলেই তবেই এই মামলার শুনানি হবে।

Recruitment Scam : ঘুমিয়ে পড়লেন! পুর নিয়োগে ইডি-সিবিআই তদন্তে ক্ষুব্ধ কোর্ট
সূত্রের খবর, অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসে ইডি অভিযানের পরিপ্রেক্ষিতে নতুন করে এই আবেদন করেছেন তৃণমূল নেতা। লিপস অ্যান্ড বাউন্ডসে ইডি-র তল্লাশি পর্বে সিজার লিস্টে যাবতীয় তথ্য সামনে আনার আবেদন জানানো হয়েছে হয়েছে। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির দায়ের করা অভিযোগ বা ECIR ও সমন খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তৃণমূল নেতা। সেই মামলার শুনানি ইতিমধ্যেই শেষ। তবে এখনও এই মামলার রায়দান হয়নি। আগামী ৫ সেপ্টেম্বর এই মামলায় রায়দান করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে। তাঁর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই সম্প্রতি অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুর অফিসে অভিযান চালায় ইডি। সেখান থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে তদন্তকারী সংস্থা। নয়া মামলায় সেই নথি সংক্রান্ত যাবতীয় তথ্য সামনে আনার দাবি করেছেন অভিষেক, যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Mamata Banerjee Abhishek Banerjee: ‘অভিষেককে ভোটের আগে গ্রেফতার করা হবে…’, বিস্ফোরক মন্তব্য মমতার
অন্যদিকে লিপস অ্যান্ড বাউন্ডসে অভিযানের পর ইডির তরফে প্রকাশিত বিবৃতিতে অভিষেককে সংস্থার সিইও হিসেবে উল্লেখ করা হয়েছে। তারপর অভিষেকের উপর আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছে বিরোধীরা। যদিও এই নিয়ে ‘মিডিয়া ট্রায়াল’-এর অভিযোগ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাকদ। সম্প্রতি TMCP-র সভা থেকে এই নিয়ে মুখ খুলে সংবাদমাধ্যমের একাংশকে নিশানা করেছেন অভিষেক। তাঁর দাবি, কোনও কিছু প্রমাণ হওয়ার আগেই তাঁকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে। এমনকী তিনি বিদেশে চিকিৎসা করাতে গেলেও তা নিয়ে ‘অপপ্রচার’ হয়েছে বলে দাবি করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আগামী দিনে এই মামলার তদন্ত কোন দিকে যায় সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *