পাশাপাশি বিগত কয়েকদিন আগে সারা বিশ্ব কাঁপিয়েছে ভারত, চন্দ্রযান ৩ লঞ্চিং করে। এখন চাঁদের মাটিতে পা রেখেছে লন্ডার বিক্রম, আর সেই চিত্র যান্ত্রিক মডেলের সাহায্যে সাজিয়ে তুলেছেন তারা। শুধু তাই নয়, অন্যান্য আকর্ষণীয় মডেলও লক্ষ্য করা যায় এই ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে।