Kolkata Police Recruitment: কলকাতা পুলিশে এবার রূপান্তরকামীদের নিয়োগ, প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া – kolkata police issued notification for transgender recruitment manobi banerjee activist speaks on the issue


Kolkata Police Recruiting Transgender: ঘোষণা হয়েছিল আগেই, এবার সেই মতো শুরু নিয়োগ প্রক্রিয়া। কলকাতা পুলিশে এবার রূপান্তরকামীদের নিয়োগের জন্য প্রকাশিত হল বিজ্ঞপ্তি। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পুলিশে কয়েক হাজার নিয়োগ করা হবে। সেই মতোই বেরিয়েছে নয়া বিজ্ঞপ্তি। সেই অনুযায়ী কলকাতা পুলিশে রূপান্তরকামী সম্প্রদায়ের মানুষদের আবেদনে আহবান জানানো হয়েছে।

সম্প্রতি কলকাতা পুলিশে সাব-ইনস্পেকটর (নিরস্ত্র), মহিলা সাব ইনস্পেকটর, সাব ইনস্পেকটর (সশস্ত্র) ও সার্জেন্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সব মিলিয়ে মোট ৩০৯টি পদ রয়েছে। এই সমস্ত পদের মধ্যে রূপান্তরকামী প্রার্থীরা সাব ইনস্পেকটর আন আমর্ড অর্থাৎ নিরস্ত্র ফোর্সের জন্য আবেদন করতে পারবেন। কলকাতা পুলিশে সাব-ইনস্পেকটর (নিরস্ত্র) পদে শূন্য পদ রয়েছে ২১২টি।
সরকারি চাকরির সুবর্ণ সুযোগ! রাজ্য পুলিশে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ, বেতন কত?

২০১৯ এর কেন্দ্রীয় ট্রান্সজেন্ডার অধিকার সুরক্ষা আইন অনুযায়ী পুলিশে নিয়োগে বিবি তৈরি করে রাজ্য। সেই অনুযায়ী পুলিশ প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে চাকরিতে মহিলাদের ক্ষেত্রে যে সংরক্ষণ রয়েছে, তার এক শতাংশ পদ সংরক্ষিত থাকবে রূপান্তরকামীদের জন্য। এর আগেই বলা হয়েছিল সাধারণ ভাবে পুলিশে চাকরি করতে গেলে শারীরিক সক্ষমতার যে মাপকাঠি থাকে, মহিলা, পুরুষ ও রূপান্তরকামী ভেদে তা ভিন্ন হবে। উচ্চতা এবং শারীরিক সক্ষমতার অন্যান্য মাণদণ্ড রূপান্তরকামী মানুষদের জন্য পুরুষদের থেকে কম এবং মহিলাদের জন্য বেশি হবে।
Calcutta High Court : স্বেচ্ছায় বাড়ি ছাড়েন রূপান্তরকামী, অপহরণের দায়মুক্ত তৃতীয় লিঙ্গের ২

কলকাতা পুলিশে রূপান্তরকামী মানুষদের চাকরি করার সুযোগ করে দেওয়ার খবরে আনন্দিত ও আপ্লুত রাজ্যে প্রথম রূপান্তরকামী অধ্যক্ষ মানবী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কোথায় তো ব্যাপারটা শুরু হচ্ছে এটা খুবই ভালো কথা। বর্তমান সরকারের ইচ্ছা থাকলেও তারা হয়তো আমাদের মতো মানুষদের জন্য তেমন কিছু করতে পারেন না। কিন্তু সরকারি চাকরিতে রূপান্তরকামীদের আবেদনের অধিকার দেওয়াটুকুকে অবশ্যই সাধুবাদ জানাই।’ আনন্দের সঙ্গে তিনি প্রকাশ করেছেন এক সাংঘাতিক আশঙ্কার কথাও। রাজ্যের প্রথম রূপান্তরকামী কলেজ অধ্যক্ষ এই কথা বলতে গিয়ে দীর্ঘ ৩০ বছরে কর্মক্ষেত্রে তিনি যেরকম বিরূপ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সেই বেদনাদায়ক স্মৃতি মনে করেই হবু রূপান্তরকামী পুলিশ কর্মীদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
Recruitment In West Bengal: জেলাস্তরে নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের, নেপথ্যে কি দুর্নীতি ঠেকানো?

মানবী বলেন, চাকরি দেওয়ার থেকেও বড় কথা এই লিঙ্গের মানুষকে গ্রহণ করে নেওয়ার পরিবেশ থাকা দরকার। এখনও সমাজভাবে রূপান্তরকামী মানেই তারা যৌন কর্মী ও ভিখারি। তারা যে শিক্ষিতও হতে পারে সেই ধারণাই সিংহভাগ মানুষের নেই। এখনও যেখানে কর্মক্ষেত্রে মেয়েদের কাজ করার অধিকারকেই সম্মান দেওয়া হয় না। সেখানে রূপান্তরকারমীদের সম্মান তো অনেক দূরের কথা। আমি নিজেই শিক্ষাক্ষেত্রে এতটা শিক্ষিত হয়েও যে অপমান, যন্ত্রণা প্রতি মুহূর্তে সহ্য করেছি তা ব্যক্ত করা যাবে না। তাই রূপান্তরকামীদের মেন স্ট্রিমে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গে সেই নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে যাতে কর্মক্ষেত্রে তারা র‌্যাগিংয়ের শিকার না হন। তাহলে হয়তো আবারও একটা যাদবপুরের মতো ঘটনা ঘটবে।’ শুধু রূপান্তরকামী মানুষেরাই নন। রাজ্য সরকারের এমন উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন সমাজের প্রগতিশীল প্রতিটি মানুষ। নেটপাড়াতেও চলছে এই পদক্ষেপের জয়জয়কার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *