Life Certificate For Pensioners Online : বাড়িতে বসেই মিলবে ‘লাইফ সার্টিফিকেট’, রাজ্যের পেনশনভোগীদের জন্য বড় সিদ্ধান্ত নবান্নের – west bengal pension holder can apply for life certificate online


রাজ্যের প্রবীণ নাগরিকরা যাতে সমস্ত ধরনের সুযোগ সুবিধা পান তা নিশ্চিত করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এবার বাংলার পেনশন প্রাপকদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য অর্থ দফতর।

এবার থেকে যে সমস্ত প্রবীণ যাঁরা পেনশন পান তাঁদের আর লাইফ সার্টিফিকেট দেওয়ার জন্য ট্রেজারি বা ব্যাঙ্কে সরাসরি যেতে হবে না। তাঁরা বাড়িতে বসেই স্মার্টফোন ব্যবহার করে জমা করতে পারবেন লাইফ সার্টিফিকেট।

Swavalamban Scheme : বয়স্কদের জন্য কেন্দ্র সরকারের স্বাবলম্বন প্রকল্প, কী ভাবে আবেদন করবেন?
উল্লেখ্য, যে কোনও ব্যক্তির পেনশন চালু রাখার জন্য প্রত্যেক বছর তাঁকে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। আর এই জন্য তাঁদের যেতে হয় ব্যাঙ্কে বা ট্রেজারিতে। কিন্তু, এই প্রক্রিয়ায় বার্ধক্য বা অসুস্থতার কারণে বিপাকে পড়তে হয় বহু প্রবীণকে। আর তাঁদের সমস্যার কথা চিন্তা করেই ‘স্মার্ট উপায়’ বার করেছে পশ্চিমবঙ্গের অর্থ দফতর।

গত মঙ্গলবার রাজ্য অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, এবার থেকে বাড়িতে বসে স্মার্টফোনে ফেস অথেনটিকেশন পদ্ধতির মাধ্যমেই লাইফ সার্টিফিকেট জমা দেওয়া সম্ভব হবে। আলাদা করে তাঁদের ব্যাঙ্কে বা ট্রেজারিতে যেতে হবে না।

WB Police Recruitment 2023: রাজ্য পুলিশে এই পদে দারুণ চাকরির সুযোগ, কারা আবেদন করতে পারবেন? জানুন সব তথ্য
উল্লেখ্য, পেনশন প্রাপকদের বছরে একবার সাধারণত নভেম্বর মাসে এই সার্টিফিকেট জমা দিতে হয়। এক্ষেত্রে কারও নাম করে অন্য কোনও ব্যক্তি পেনশন তুলছেন না বা পেনশন প্রাপক জীবিত রয়েছেন তা নিশ্চিত করা হয়ে থাকে। আর এই প্রক্রিয়ায় আঙুলের ছাপ এবং মুখের ছবি নেওয়া হয় পেনশন প্রাপকের তথ্য যাচাই করার জন্য।

যদিও অনেক সময় দেখা যায়, বার্ধক্যজনিত কারণে বহু প্রবীণের আঙুলের ছাপ স্পষ্ট পাওয়া সম্ভব হয় না। সেই সময় মুখের ছবি মিলিয়ে দেখার ক্ষেত্রে ভরসা করতে হয়। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন, কী ভাবে বাড়িতে বসে লাইফ সার্টিফিকেটের জন্য আবেদন করা সম্ভব?

Kolkata Hospital News : বাংলার হাসপাতালেও কৃত্তিম বুদ্ধিমত্তা! SSKM-এ অপারেশন করবে AI রোবট
এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ অর্থ দফতরের পোর্টালে। স্মার্ট ফোনে ছবি তোলার জন্য ক্যামেরার গুণমান ৫ মেগাপিক্সেল প্রয়োজন। এছাড়াও র‌্যাম থাকতে হবে ৪ জিবি।

দুটি নির্দিষ্ট অ্যাপ ‘জীবন প্রমাণ ফেস অ্যাপ্লিকেশন’ ও ‘আধার ফেস আর ডি’ ডাউনলোড করতে হবে। এরপর ছবি তুলে তা জমা দিতে হবে। রাজ্যে এই মুহূর্তে প্রায় ১২ লাখ পেনশন গ্রাহক রয়েছেন। সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই উপকৃত হতে চলেছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *